সোনালী ব্যাংক সঞ্চয়পত্র

সোনালী ব্যাংক সঞ্চয়পত্র সম্পর্কে জানেন কী? শিক্ষা, চিকিৎসা, বিবাহ কিংবা অবসরের জন্য সাধারণত সঞ্চয়পত্র ক্রয় করা হয়ে থাকে। সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে সোনালী ব্যাংকের সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার মানুষের প্রথম এবং প্রধান পছন্দ।

সরকারি ব্যাংক এবং সকল ক্যাটাগরির সঞ্চয়পত্র সুবিধা প্রদানের কারণে সকলের নিকট সোনালী ব্যাংক সঞ্চয়পত্র একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। তবে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে অনেকেই কোন ধরণের সঞ্চয়পত্র ক্রয় করবেন এটা নিয়ে দ্বীধার সন্মুখীন হয়ে থাকেন। আর তাই চলুন আজকের আর্টিকেলের মাধ্যমে সোনালী ব্যাংক সঞ্চয়পত্র সম্পর্কে বিস্তারিত জেনে নেই।  

সোনালী ব্যাংক সঞ্চয়পত্র প্রকারভেদ 

সোনালী ব্যাংক সাধারণত ১৩ প্রকারের সঞ্চয়পত্র অফার করে থাকে। নিম্নে সোনালি ব্যাংকের সকল প্রকারের সঞ্চয়পত্রের তালিকা দেওয়া হলো। 

  • সোনালী সঞ্চয় পত্র 
  • শিক্ষা সঞ্চয় পত্র
  • বিবাহ সঞ্চয় পত্র
  • চিকিৎসা সঞ্চয় পত্র
  • পল্লী সঞ্চয় পত্র
  • অনিবাসী আমানত সঞ্চয় পত্র
  • সোনালী ব্যাংক অবসর সঞ্চয় পত্র
  • সোনালী ব্যাংক মিলিওনিয়র সঞ্চয় পত্র
  • স্বাধীন সঞ্চয় পত্র
  • অনন্যা সোনালী সঞ্চয় পত্র
  • সোনালী লাখপতি সঞ্চয় পত্র
  • সোনালী মাসিক মুনাফা সঞ্চয় পত্র
  • সোনালী প্রবাসী মাসিক মুনাফা সঞ্চয় পত্র

সোনালী ব্যাংক সঞ্চয়পত্র মুনাফা ২০২৫

সঞ্চয়পত্রের ধরণ এবং সঞ্চয়পত্রের মেয়াদের উপরে ভিত্তি করে সোনালী ব্যাংক সঞ্চয়পত্র মুনাফা প্রদান করে থাকে। চলুন সোনালী ব্যাংক সঞ্চয়পত্র মুনাফা ২০২৫ জেনে নেই। 

সঞ্চয়পত্রের ধরণ   মুনাফা  মুনাফার ধরণ 
সোনালী সঞ্চয় পত্র  ৬.৫০%  চক্রবৃদ্ধি
শিক্ষা সঞ্চয় পত্র ৬.৫০% চক্রবৃদ্ধি
বিবাহ সঞ্চয় পত্র ৬.৫০% চক্রবৃদ্ধি
চিকিৎসা সঞ্চয় পত্র ৬.৫০% চক্রবৃদ্ধি
পল্লী সঞ্চয় পত্র ৬.৫০% চক্রবৃদ্ধি
অনিবাসী আমানত সঞ্চয় পত্র ৭% সরল
সোনালী ব্যাংক অবসর সঞ্চয় পত্র ৮% সরল
সোনালী ব্যাংক মিলিওনিয়র সঞ্চয় পত্র ৬% (৪-৮ বছর)

৬.৫% (৯-১৪ বছর)

৭% (১৫-২০ বছর)

চক্রবৃদ্ধি
স্বাধীন সঞ্চয় পত্র ৩% সরল 
অনন্যা সোনালী সঞ্চয় পত্র ৮.৫%(৩ বছর)

৮.৭৫% (৫ বছর)

সরল 
সোনালী লাখপতি সঞ্চয় পত্র ৫.৫% চক্রবৃদ্ধি 
সোনালী মাসিক মুনাফা সঞ্চয় পত্র ৮.২৫% সরল 
সোনালী প্রবাসী মাসিক মুনাফা সঞ্চয় পত্র ৮.৫০% সরল 

সোনালী ব্যাংক সঞ্চয়পত্র কেনার নিয়ম ২০২৫

বেসরকারি ব্যাংকের কিছু শাখা ব্যথিত বাংলাদেশ ব্যাংকের যে কোন শাখা থেকে খুব সহজেই সঞ্চয়পত্র কেনা যায়। এছাড়াও সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকেই সঞ্চয়পত্র কেনা যায়। শুধু মাত্র কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে এক পৃষ্ঠার একটি ফর্ম পূরণ করার মাধ্যমে সোনালী ব্যাংক সঞ্চয়পত্র কিনতে পারবেন। 

সোনালী ব্যাংক সঞ্চয়পত্র কেনার ডকুমেন্টসসমূহ 

সোনালী ব্যাংক সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে সে সকল ডকুমেন্টস প্রয়োজন সেগুলো হলো। 

  • সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফর্ম
  • গ্রাহকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং দুই কপি ছবি 
  • নমনীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ছবি 
  • টিন সার্টিফিকেট ( ২ লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে ) 
  • সোনালী ব্যাংকের হিসেবের চেক বই 
  • পেনশনারদের ক্ষেত্রে অনুতোষিক কপি/ পিএসসি- ২ ফর্ম / মঞ্জুরিপত্র / ইপিপিও কপি 

সোনালী ব্যাংক সঞ্চয়পত্র রেট 

সঞ্চয়পত্রের প্রকারের উপরে ভিত্তি করে সোনালী ব্যাংক সঞ্চয়পত্র রেট নির্ধারিত হয়ে থাকে। সোনালী ব্যাংক সঞ্চয়পত্র রেট নিম্নে টেবিলের মাধ্যমে উপস্থাপন হলো:

সঞ্চয়পত্রের ধরণ  সঞ্চয়পত্র রেট 
সোনালী সঞ্চয় পত্র  মাসিক- ৫০০ টাকা অথবা এর গুণিতক, এবং সর্বোচ্চ ১০,০০০/- টাকা।
শিক্ষা সঞ্চয় পত্র মাসিক- ৫০০ টাকা অথবা এর গুণিতক, এবং সর্বোচ্চ ১০,০০০/- টাকা।
বিবাহ সঞ্চয় পত্র মাসিক- ১০০ থেকে ১০,০০০ টাকা।
চিকিৎসা সঞ্চয় পত্র মাসিক- ৫০০ টাকা অথবা এর গুণিতক, এবং সর্বোচ্চ ১০,০০০/- টাকা।
পল্লী সঞ্চয় পত্র মাসিক- ১০০ থেকে ১০০০ টাকা।
অনিবাসী আমানত সঞ্চয় পত্র মাসিক- ৫,০০০ থেকে ১৫,০০০ টাকা 
সোনালী ব্যাংক অবসর সঞ্চয় পত্র নির্দিষ্ট রেট নেই
সোনালী ব্যাংক মিলিওনিয়র সঞ্চয় পত্র নির্দিষ্ট রেট নেই
স্বাধীন সঞ্চয় পত্র নির্দিষ্ট রেট নেই। তবে প্রথমিক জমা ১০০০ টাকা।
অনন্যা সোনালী সঞ্চয় পত্র মাসিক ১০০০ থেকে ১০০০০ টাকা 
সোনালী লাখপতি সঞ্চয় পত্র মাসিক ৪০০০ টাকা / ২৬০০ টাকা 
সোনালী মাসিক মুনাফা সঞ্চয় পত্র ১ লক্ষ টাকা এবং এর গুনিতক 
সোনালী প্রবাসী মাসিক মুনাফা সঞ্চয় পত্র ২ লক্ষ টাকা এবং এর গুনিতক। তবে সর্বোচ্চ ১ কোটি টাকা। 

আরো পড়ুন>>>সোনালী ব্যাংক স্টুডেন্ট লোন

সোনালী ব্যাংক পারিবারিক সঞ্চয়পত্র ফরম

খুব সহজেই অনলাইন কিংবা সোনালী ব্যংকের শাখা থেকে পারিবারিক সঞ্চয়পত্র ফরম সংগ্রহ করতে পারবেন। এছাড়া নীচের সংশ্লিষ্ট লিংক থেকে খুব সহজেই সোনালী ব্যাংক পারিবারিক সঞ্চয়পত্র ফরম-টি ডাউনলোড করে নিতে পারবেন।

লিংকঃ https://www.sonalibank.com.bd/PDF_file/forms/sanchaypatra/Purchase_Form_Paribar.pdf

সোনালী ব্যাংক সঞ্চয়পত্র ভাঙ্গানোর নিয়ম

সোনালী ব্যাংকের প্রতিটি সঞ্চয়পত্র ভাঙ্গানোর একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। তবে সময়সীমা পূর্ণ হওয়ার পূর্বেই সঞ্চয়পত্র ভাঙ্গানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হয়। চলুন সোনালী ব্যাংক সঞ্চয়পত্র ভাঙ্গানোর নিয়ম জেনে নেই। 

সোনালী ব্যাংক সঞ্চয়পত্র এর বয়সসীমা 

  • সোনালী সঞ্চয় পত্র – ৫ বছর 
  • শিক্ষা সঞ্চয় পত্র – ১০ বছর 
  • বিবাহ সঞ্চয় পত্র – ১০ বছর 
  • চিকিৎসা সঞ্চয় পত্র – ১০ বছর 
  • পল্লী সঞ্চয় পত্র – ০৭ বছর 
  • অনিবাসী আমানত সঞ্চয় পত্র – ০৫ বছর  
  • সোনালী ব্যাংক অবসর সঞ্চয় পত্র- ০৩ থেকে ১৫ বছর 
  • সোনালী ব্যাংক মিলিওনিয়র সঞ্চয় পত্র- ০৩ থেকে ২০ বছর
  • স্বাধীন সঞ্চয় পত্র- ৫ অথবা ১০ বছর 
  • অনন্যা সোনালী সঞ্চয় পত্র- ৩ অথবা ৫ বছর 
  • সোনালী লাখপতি সঞ্চয় পত্র- ২ অথবা ৩ বছর 
  • সোনালী মাসিক মুনাফা সঞ্চয় পত্র- ৩ বছর 
  • সোনালী প্রবাসী মাসিক মুনাফা সঞ্চয় পত্র- ৩ বছর 

সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির পূর্বে সঞ্চয়পত্র ভাঙ্গানোর নিয়ম 

সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির পূর্বে সঞ্চয়পত্র ভাঙ্গানোর জন্য প্রথমে নিজে উপস্থিত থেকে সঞ্চয়পত্র ভাঙ্গানোর আবেদন করতে হবে। এবং আবেদন পত্রের সাথে এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন কপি, সঞ্চয়পত্র ক্রয় বা ইস্যুর কপি যুক্ত করে ব্যাংকের ম্যানেজারের নিকট জমা দিতে হবে।

উল্লেখ্যঃ সঞ্চয়পত্রের পূর্ণ মেয়াদের পূর্বে সঞ্চয়পত্র ভাঙ্গা হলে নির্ধারিত মুনাফা পাওয়া যায় না। 

শেষ কথা

সোনালী ব্যাংক সঞ্চয়পত্র হলো একটি বিশ্বস্ত আর্থিক নিরাপত্তামুলক ব্যবস্থা। যে কোন শ্রেণি পেশার মানুষ তাদের ইনকামের উপরে ভিত্তি করে সঞ্চয়পত্র করতে পারে। আর সরকারের আওয়াধীন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হওয়ায় সোনালী ব্যাংকের সঞ্চয়পত্র অন্যতম। 

আশা করি, সোনালী ব্যাংক সঞ্চয়পত্র সম্পর্কে সকল খুটিনাটি বিষয়গুলো বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন। যদি সোনালী ব্যাংক সঞ্চয়পত্র সম্পর্কে আরও কোন প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।  

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *