আইডিএলসি হোম লোন বর্তমান সময়ে বেশ জনপ্রিয় লাভ করেছে। আইডিএলসি এর যেকোন গ্রাহকের মাএ ২০ হাজার টাকা মাসিক আয় হলে তিনি আইডিএলসি থেকে হোম লোন নিতে পারবেন। তবে আইডিএলসি হোম লোন প্রয়োজনীয় কাগজ সম্পর্কে জানেন কি? এক্ষেত্রে আবেদনকারীর ছবি,জাতীয় পরিচয়পএ,ট্যাক্স সার্টিফিকেট, পেশাগত প্রমাণপত্র, প্রয়োজনীয় দলিল ও ইত্যাদি কাগজপএ প্রদান করতে হবে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে আইডিএলসি হোম লোন ও আইডিএলসি হোম লোন প্রয়োজনীয় কাগজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো।
আইডিএলসি হোম লোন কী
আইডিএলসি হোম লোন হলো একটি বিশেষ লোন যা আইডিএলসি তাদের গ্রাহকদের মাসিক আয় মাএ ২০ হাজার টাকা হলে হোম লোনের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হন। আইডিএলসি গ্রাহকের চাহিদা অনুযায়ী একাকালীন ভাবে আবার ধাপে ধাপে হোম লোনের অর্থ প্রদান করে থাকে। আইডিএলসি প্রস্তাবিত মোট সম্পওির ৮০% পর্যন্ত লোন প্রদান করে থাকে। এবার তবে আইডিএলসি হোম লোন প্রয়োজনীয় কাগজ পএ সম্পর্কে জেনে নেওয়া যাক।
আইডিএলসি হোম লোন প্রয়োজনীয় কাগজ
আইডিএলসি থেকে গ্রাহক তাদের স্বপ্নের বাড়ি বাস্তবে রূপান্তরিত করার জন্য আইডিএলসি থেকে হোম লোন নিতে পারবেন গ্রাহকেরা। তবে আইডিএলসি থেকে লোন নেওয়া জন্য গ্রাহকদের বেশকিছু কাগজপএ আইডিএলসি নন-ব্যাংকে জমা প্রদান করতে হয়। এক্ষেত্রে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে তার মধ্যে রয়েছে:


- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। অবশ্যই বৈধ জাতীয় পরিচয় পত্র ও স্পষ্ট জাতীয় পরিচয় পত্র হতে হবে।
- পাসপোর্ট সাইজের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি প্রয়োজন হবে আবেদনকারীর। তবে ছবির ছবির প্রয়োজন সাপেক্ষে অতিরিক্ত ছবি অবশ্যই সাথে রাখবেন।
- অবশ্যই জামিনদাতা অর্থাৎ গ্যারান্টারের প্রয়োজন হবে। এক্ষেত্রে গ্যারান্টারের জাতীয় পরিচয় পত্রের স্পষ্ট ফটোকপি ও পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি প্রদান করতে হবে।
- আবেদনকারীর ঠিকানা ভেরিফিকেশন এর জন্য অবশ্যই ইউটিলিটি বিল এর ফটোকপি (বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল বা পৌর করের রশিদ স্পষ্ট ফটোকপি) প্রকাশ করতে হবে।
- আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের বিগত ১২ মাস বা ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে।
- আবেদনকারীর সর্বশেষ প্রধান কৃত ই-রিটার্ন এর ফটোকপি বা ট্যাক্স সার্টিফিকেট বা ই-টিআইএন প্রদান করতে হবে।
- আবেদনকারীর যদি ক্রেডিট কার্ড থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।
- জমির বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। যেমন জমির দলিল,অ্যাপার্টমেন্টের মালিকানা ইত্যাদি।
- চাকরিজীবীদের জন্য স্যালারি সার্টিফিকেট ও চাকরির প্রমাণপত্র প্রদান করতে হবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ও অন্যান্য ডকুমেন্ট প্রদান করতে হবে।
- আবেদনকারী যদি বাড়ির মালিক বা সম্পত্তির মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে বাড়ি ভাড়ার চুক্তি ও ইজারা চুক্তিপত্র প্রদান করতে হবে।
- আবেদনকারী ও গ্যারান্টি যদি ভিজিটিং কার্ড বা অফিস আইডি কার্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রদান করতে হবে।
- নির্মাণের অনুমতির প্রমাণপত্র প্রদান করতে হবে।
- অবশ্যই ইঞ্জিনিয়ারের বা কর্তৃপক্ষের নকশা বা পরিকল্পনার অনুমোদনের চিঠি প্রদান করতে হবে।
এছাড়া আর কোন ডকুমেন্ট প্রয়োজন হলে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে হোম লোনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে অবহিত করবেন।
আরো জানুন >>>>>> ঢাকা ব্যাংক হোম লোন (আপডেট তথ্য) <<<<<<<<
আইডিএলসি হোম লোনের বৈশিষ্ট্য
অন্যান্য ব্যাংকের মতো আইডিএলসি ব্যাংকের হোম লোনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যার কারণে ব্যাংকটি গ্রাহকের কাছে জনপ্রিয়তা লাভ করেছে। এ সকল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে:
- আইডিএলসি ব্যাংক থেকে গ্রাহকেরা রেজিস্ট্রেশন খরচসহ এপার্টমেন্টের মূল্যের ৮০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবেন।
- গ্রাহকেরা ঋণ পরিশোধ করার জন্য সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত সময় পেয়ে থাকেন।
- আইডিএলসি এর গ্রাহকরা রেজিস্ট্রেশন এর খরচ ছাড়াই এপয়েন্টমেন্ট কেনার জন্য লোন নিতে পারবেন।
- সুদের হার নির্ধারণের স্বচ্ছ প্রক্রিয়া।
- কোন গোপন চার্জ নেই আইডিএলসি ব্যাংকে।
- আইডিএলসি ব্যাংকে আংশিক প্রাথমিক পেমেন্ট বিকল্প বা মে আছে সবার আগে ঋণের পরিমাণ এর সম্পন্ন পরিশোধ করার উপায় রয়েছে।
আইডিএলসি ব্যাংক হোম ক্যালকুলেটর
আইডিএলসি ব্যাংক হোম লোনের যোগ্যতা
প্রতিটি ব্যাংকের মতো আইডিএলসি ব্যাংকের হোম লোন বেশ জনপ্রিয়তা লাভ করেছে বর্তমান সময়ে। মাত্র ২০ হাজার টাকা প্রতিমাসে আয় হলেই গ্রাহকেরা আইডিএলসি থেকে লোন নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হবেন। তবে অবশ্যই আবেদনকারীকে ব্যাংকের নীতিমালা অনুসারে সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়সের মধ্যে হতে হবে এক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন।
আইডিএলসি হোম লোন কিভাবে পাওয়া যাবে
আইডিএলসি থেকে হোম নিতে আপনার নিকটস্থ আইডিএলসি ব্যাংকের নিকটতম শাখা অফিসে গিয়ে দায়িত্বরত কর্মকর্তাকে আপনার চাহিদা অনুযায়ী হোম লোন সম্পর্কে বিস্তারিত তথ্য জানান ও প্রয়োজনে সকল কাগজপত্র প্রদান করুন। আইডিএলসি ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তা আপনার আবেদনটি পর্যালোচনা করে হোম লোনটি অনুমোদন করবেন।
আরো জানুন >>>>>> আই এফ আই সি ব্যাংক হোম লোন (আপডেট তথ্য) <<<<<<<<
হোম লোন প্রদানে আইডিএলসি ব্যাংক
আইডিএলসি ব্যাংক “সবার জন্য বাড়ি” প্রতিপাদ্য নিয়ে গ্রামীণ ও শহরের প্রতিটি মানুষের নিরাপদ আবাসন নিশ্চিত করতে মাত্র ২০ হাজার টাকা মাসিক আয়ে ২০ বছর থেকে ২৫ বছর মেয়াদে মাসিক সহজ কিস্তির মাধ্যমে পিন পরিশোধ করার সুবিধা রয়েছে। কেবলমাত্র শহরে নয় বরং বর্তমানে গ্রামে পাকা বাড়ি, সেমি পাকা বাড়ি নির্মাণ বা নতুন বাড়ি ক্রয় করার জন্য অর্থ লোনের সুবিধা রয়েছে। বিগত ৩৮ বছর ধরে গ্রাহকের বিশ্বাস ও নির্ভরতার সঙ্গে গ্রাহকদের আর্থিক সুবিধা প্রদান করছেন ব্যাংকে। গ্রাহকের প্রয়োজন বুঝে আর্থিক সেবা প্রধানের মাধ্যমে নন-ব্যাংক আর্থিকা প্রতিষ্ঠানের মধ্যে আইডিসি নিউজদের অবস্থান দূঢ়ভাবে শক্ত অবস্থান নিশ্চিত করেছেন যা দেশের মধ্যে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইএলডিসি বিভিন্ন সেবার মাধ্যমে অন্যতম।
আইডিএলসি যোগাযোগের তথ্য
আইডিএলসিতে যোগাযোগ করার জন্য আপনার জেলার আইডিএলসির শাখায় যোগাযোগ করুন এছাড়া আপনি সরাসরি আইডিএলসি এর কর্পোরেট বিভাগে যোগাযোগ করতে পারেন। নিমমের যোগাযোগের তথ্য উপস্থাপন করা হয়েছে:
আইডিএলসি ফাইন্যান্স পিএলসি
বে’স গ্যালারিয়া (১ম তলা), 57 গুলশান এভিনিউ, ঢাকা 1212, বাংলাদেশ
যোগাযোগের নম্বর: 16409, +8809609994352
আইডিএলসি হোম লোন সম্পর্কিত প্রশ্নসমূহ
আইডিএলসি হোম লোন গ্রামের গ্রাহকেরা নিতে পারবেন কী?
হ্যাঁ, আইডিএলসি লোন গ্রামের গ্রাহক সহ বাংলাদেশের সকল জেলার অস্থায়ীভাবে বসবাসরত গ্রাহকেরা আইডিএলসি হোম লোন গ্রহণ করতে পারবেন প্রয়োজনীয় তথ্য প্রদান করে।
হোম লোনের সুদের হার কত?
হোম লোনের সুদের হার সর্বদা নির্ভর করে ব্যাংকের নীতিমালার ওপর। এক্ষেত্রে লোনের সুদের হার ৯ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪ শতাংশ পর্যন্ত হয়ে থাকে।
আইডিএলসি থেকে কত বছরের জন্য হোম লোন নেওয়া যায়?
আইডিএলসি থেকে ২০ বছর থেকে ২৫ বছরের জন্য হোম লোন নেওয়া যায়।
সার কথা
আইডিএলসি এর হোম লোন যেমন ভাবে জনপ্রিয় তেমনি বর্তমানে আইডিএলসি এর হোম লোন সকলের কাছে বেশ প্রশংসনীয়। মাত্র ২০ হাজার টাকা মাসিক আয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আপনিও নিতে পারেন আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য আইডিএলসি হোম লোন। প্রত্যাশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে “আইডিএলসি হোম লোন প্রয়োজনীয় কাগজ” সহ বিস্তারিত তথ্য জানাতে পেরেছি।