জনতা ব্যাংক বাংলাদেশ সরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে অন্যতম একটি ব্যাংক। জনতা ব্যাংক লোনের মাধ্যমে জনতা ব্যাংকের গ্রাহকেরা খুব সহজেই তাদের চাহিদা পূরণ করতে পারেন। বর্তমান সময়ে জনতা ব্যাংক ১২টির অধিক লোন বিভিন্ন প্রকারভেদে গ্রাহকদের লোন প্রদান করছে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে জনতা ব্যাংক লোন সম্পর্কিত সকল তথ্য জানাবো।
জনতা ব্যাংক লোন নেওয়া পদ্ধতি
জনতা ব্যাংক থেকে লোন নেওয়ার পদ্ধতি অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া। জনতা ব্যাংক হতে লোন নেওয়ার জন্য আপনার নিকটস্থ জনতা ব্যাংকের যে কোন শাখা অফিস সরাসরি যোগাযোগ করতে হবে। জনতা ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তার সাথে আপনার চাহিদা ও লোন সম্পর্কে বিস্তারিত জানান। দায়িত্বরত কর্মকর্তা আপনার চাহিদা, সক্ষমতা ও প্রয়োজনীয় নথিপত্র বিবেচনা করে আপনাকে উওম একটি লোনের পরামর্শ প্রদান করবেন ও উক্ত লোনের আবেদন করার মাধ্যমে গ্রাহক জনতা ব্যাংকের লোনের উপযুক্ত হলে তিনি জনতা ব্যাংকের লোন পাবেন। সংক্ষিপ্ত আকারে জনতা ব্যাংক লোন নেওয়া পদ্ধতি নিম্নে উপস্থাপন করা হয়েছে:
- আপনার নিকটস্থ জনতা ব্যাংকের শাখায় যোগাযোগ করুন।
- দায়িত্বরত ব্যাংক কর্মকর্তার সাথে লোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন।
- চাহিদা,সক্ষমতা, প্রয়োজন অনুযায়ী উপযুক্ত লোন বাছাই করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্টস ব্যাংকে জমা দিন ।
- দায়িত্বরত কর্মকর্তা আপনার লোনটি পর্যালোচনা করে অনুমোদন করলে আপনি জনতা ব্যাংকের লোনের উপযুক্ত হবেন ও অর্থ লাভ করবেন।
জনতা ব্যাংক লোন ফরম
জনতা ব্যাংক বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে অন্যতম একটি ব্যাংক। পূর্বের জটিলতা থেকে মুক্ত হয়ে এখন জনতা ব্যাংক লোন ফরম অনলাইন থেকে সংগ্রহ করা যায়। জনতা ব্যাংকের লোন ফরম সংগ্রহের অফিশিয়াল ঠিকানা: https://www.jb.com.bd/home/forms।
তবে লোনের অর্থের চাহিদা ও লোনের প্রকারভেদে জনতা ব্যাংকের যে কোন শাখা থেকে লোন ফরম সংগ্রহ করা যায়। এক্ষেত্রে জনতা ব্যাংকের লোনের ফরম সংগ্রহ করার জন্য জনতা ব্যাংকের শাখায় যোগাযোগ করুন।
জনতা ব্যাংক কি কি লোন প্রদান করে
সাম্প্রতিক সময়ে জনতা ব্যাংক ১২টির অধিক লোন প্রদান করে থাকে এসকল লোন গ্রাহকের চাহিদা, সক্ষমতা ও অর্থের পরিমাণের উপর। নিম্নে জনতা ব্যাংকের প্রধানকৃত লোনের তালিকা সমূহ উপস্থাপন করা হয়েছে
জনতা ব্যাংক পার্সোনাল লোন
জনতা ব্যাংক তাদের গ্রাহকদের স্বপ্ন পূরণে কিংবা সুবিধা-অসুবিধায় পার্সোনাল লোন হিসেবে সর্বাধিক ২০ লক্ষ টাকা ৯% ইন্টারেস্ট হারে সর্বোচ্চ ৮ বছর সময় লোন পরিশোধের সময় দিয়ে গ্রাহকদের লোন প্রদান করে থাকে। জনতা ব্যাংকের পার্সোনাল লোন জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে গ্রাহকেরা সংগ্রহ করতে পারবেন। তবে জনতা ব্যাংক থেকে লোন প্রাপ্তির জন্য গ্রাহকের বেশ কিছু যোগ্যতা থাকা অত্যন্ত আবশ্যক যেমন:
- সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবীরা।
- সরকারি ও বেসরকারি এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত স্থায়ী ও নিয়মিত নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীগণ।
কেবলমাত্র উপরোক্ত যোগ্যতা থাকলেই হবে না বরং লোন এর বিপরীতে জামানত অবশ্যই থাকতে হবে। যেমন:
- লোন আবেদনকারীর পিতা-মাতা স্ত্রী, স্বামী বা সাবলক সন্তানের নিকট হতে পারিবারিক গ্যারান্টি প্রদান করতে হবে।
- প্রতিটি কিস্তির জন্য পরিশোধ সূচি অনুযায়ী ১টি করে চেক এবং অতিরিক্ত ১টি অগ্রীম তারিখ ও টাকার পরিমাণ উল্লেখ করে বেতন জমা দেওয়ার হিসাবের স্বাক্ষরিত চেক ঋণ হিসাবের জন্য গ্রহণ করতে হবে। চেকগুলোর সিরিজ নম্বর উল্লেখ করে ঋণগ্রহীতার সম্মতিপত্র সংগ্রহ করা আবশ্যক।
তবে বিস্তারিত তথ্য জানার জন্য আরসিডি নং- ১০৭/২২ দেখতে পারেন।
জনতা ব্যাংক লোন ক্যালকুলেটর
জনতা ব্যাংকের লোন ক্যালকুলেটরের মাধ্যমে লোনের কিস্তির হার, সুদের পরিমান সম্পর্কে বিস্তারিত জানা যায়। এক্ষেত্রে বিস্তারিত জানতে নিম্নের উপস্থাপিত জনতা ব্যাংক লোন ক্যালকুলেটরটি ব্যবহার করতে পারেন।
জনতা ব্যাংক লোন ক্যালকুলেটর
জনতা ব্যাংক লোনের প্রয়োজনীয় নথিপত্র
বাংলাদেশ অথবা পৃথিবীর যেকোনো দেশ থেকে কোন গ্রাহক লোন নিতে চাইলে তাকে অবশ্যই বেশ কিছু মৌলিক নথিপত্র প্রদান করতে হয়। এ সকল নথিপত্র গ্রাহকের লোন গ্রহণের প্রধান বাহক হিসেবে কাজ করে। এক্ষেত্রে জনতা ব্যাংক এর ব্যতিক্রম নয়। জনতা ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য বেশ কিছু নথিপত্র প্রয়োজন হয়। এ সকল নথিপত্রের মধ্যে রয়েছে:
- লোন আবেদনকারী গ্রাহকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি। অবশ্যই দুই কপির অধিক হতে হবে।
- একজন জামিনদাতা অর্থাৎ গ্যারেন্টারের প্রয়োজন হবে কোন কোন ক্ষেত্রে দুইজন জামিনদাতার প্রয়োজন হয়ে থাকে।
- ঠিকানা ভেরিফিকেশনের জন্য ইউটিলিটি বিল এর ফটোকপি প্রদান করতে হবে। ইউটিলিটি বিলের কপির মধ্যে রয়েছে: বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, পৌর কর বিল।
- ব্যাংক অ্যাকাউন্ট লেনদেনের বিগত ৬ মাসের ও ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- সর্বশেষ আয়কর রিটার্ন জমা এর রশিদ।
- চাকরিজীবীদের জন্য বেশ কিছু কাগজপত্র প্রয়োজন হবে। এ সকল কাগজপত্রের মধ্যে রয়েছে:স্যালারি সার্টিফিকেট, ভিজিটিং কার্ড, পে স্লিপ বা বেতন ভাতা স্লিপ।
- ব্যবসায়ীদের ক্ষেত্রে বেশ কিছু কাগজপত্র প্রয়োজন হবে এ সকল কাগজপত্রের মধ্যে রয়েছে: ট্রেড লাইসেন্স, ব্যবসা প্রতিষ্ঠানের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার ১ বছরের স্টেটমেন্ট, যদি অংশীদারি ব্যবসা হয়ে থাকে সে ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের রেজিস্টার্ড অংশীদারি চুক্তিপত্র ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন অনুমোদনের ফটোকপি প্রদান করতে হবে।
- লোন এর বিপরীতে জামানত হিসেবে যে সম্পদ বা সম্পত্তি রাখবেন তার কাগজপত্র ও যন্ত্রাংশ বা স্বর্ণ হলে তার নির্ধারিত পরিমান এর নথিপত্র অবশ্যই প্রদান করতে হবে।
এছাড়া আর কোন নথিপত্র প্রয়োজন হলে জনতা ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তা আপনাকে এ বিষয়ে বিস্তারিত অবহিত করবেন।
আরো জানুন >>>>>> সোনালী ব্যাংক মর্টগেজ লোন (আপডেট তথ্য) <<<<<<<<
জনতা ব্যাংক লোন সুবিধাসমূহ
কোন ব্যক্তি যদি কোন ব্যাংক থেকে লোন নিতে চায় তাহলে অবশ্যই উক্ত ব্যাংকের লোনের কি কি সুবিধা রয়েছে তা অবশ্যই জেনে রাখা প্রয়োজন। জনতা ব্যাংক লোনের মাধ্যমে গ্রাহকেরা যে সকল সুবিধা লাভ করবেন তার মধ্যে রয়েছে:
- জনতা ব্যাংক থেকে গ্রাহকরা লোন গ্রহণ করে লোন পরিশোধ ১২ মাস থেকে ৯৬ মাসের মধ্যে পরিশোধ করার সুযোগ পান। তবে এ গ্রাহকরা যদি চান তাহলে লোনটি দ্রুত পরিশোধ করতে পারবেন।
- জনতা ব্যাংকের লোনে রয়েছে প্রতিযোগিতামূলক সুদের হার। বাংলাদেশের অনান্য ব্যাংকের তুলনায় কম সুদে জনতা ব্যাংক থেকে গ্রাহকরা লোন গ্রহণ করতে পারবেন।
- জনতা ব্যাংক থেকে লোন গ্রহণের জন্য গ্রাহক কে কঠিন কোনো শর্তাবলী পূরণ করার প্রয়োজন হয় না বরং সহজ শর্তাবলি অনুসরণ করে গ্রাহকরা জনতা ব্যাংক থেকে লোন নিতে পারবেন।
জনতা ব্যাংক লোন সম্পর্কিত প্রশ্নসমূহ
জনতা ব্যাংক কি সরকারি?
হ্যাঁ, জনতা ব্যাংক একটি সরকারি ব্যাংক। ব্যাংকটি বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের পরবর্তী অবস্থানে রয়েছে।
জনতা ব্যাংকের সুদের হার কত?
জনতা ব্যাংকের সুদের হার নির্ভর করে লোনর অর্থের পরিমাণ ও লোন পরিষদের সময়ের উপর এবং লোনের প্রকারের উপর।
জনতা ব্যাংকের বর্তমান নাম কি?
জনতা ব্যাংকের বর্তমান নাম জনতা ব্যাংক পিএলসি।
জনতা ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
জনতা ব্যাংক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
জনতা ব্যাংক লোন নিয়ে কথা
জনতা ব্যাংক বাংলাদেশের বৃহত্তম একটি সরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকের বাংলাদেশের ৯২৫টি শাখা রয়েছে ও সংযুক্ত আরব আমিরাতে ব্যাংকের চারটি শাখা রয়েছে। বাংলাদেশের অন্যান্য ব্যাংকের মতো জনতা ব্যাংক তাদের লোনের ক্ষেত্রে আকর্ষণীয় সুযোগ-সুবিধা ও প্রদান করছে যা গ্রাহকে আর্থিক সচ্ছলতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি জনতা ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে অবশ্যই আপনার নিকটস্থ জনতা ব্যাংকের শাখায় দায়িত্ব ও যত কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। প্রত্যাশা করি আজকে আর্টিকেলের মাধ্যমে, আজ আমরা আপনাকে জনতা ব্যাংক লোন সম্পর্কিত সকল তথ্য জানাতে পেরেছি।
2 Comments
আসসালামু আলাইকুম নিতে চাই
বিস্তারিত ভাবে পোস্ট করা আছে আপনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জনতা ব্যাংক এ যোগাযোগ করুন।