প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম বাংলাদেশে লোন প্রদানকারী অন্যান্য ব্যাংক থেকে সহজতম একটি প্রক্রিয়া। বাংলাদেশ লোন প্রদানকারী প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক অন্যতম একটি ব্যাংক। গ্রাহক যদি সঠিক পদ্ধতি অনুসরণ করে প্রবাসী কল্যাণ ব্যাংকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন সেক্ষেত্রে উক্ত গ্রাহক খুব সহজেই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে, প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম সম্পর্কে ও প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কিত সকল তথ্য জানাবো।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন কী
বাংলাদেশ থেকে প্রতিবছর বাংলাদেশী নাগরিকেরা জীবিকার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমায়। তবে বিদেশে যাওয়ার খরচ বাংলাদেশের সকল নাগরিকের থাকে না। তবে বিদেশ গমনে ইচ্ছুক এমন নাগরিকের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ প্রদান করে থাকে, যা প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নামে পরিচিত। প্রবাসী কল্যাণ ব্যাংক তাদের গ্রাহকদের সহজ শর্তে লোন প্রদান করে থাকে। বাংলাদেশ সরকার পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের সহযোগিতা করার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেন।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম অন্যান্য ব্যাংক থেকে অধিক তরে সহজ। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের সহজ শর্ত অনুসরণ করে প্রয়োজনীয় নথিপত্র প্রদান করে খুব সহজেই লোন পাওয়া যায়। নিম্নে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম উপস্থাপন করা হয়েছে:
- প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আপনার স্থানীয় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় গিয়ে বিস্তারিত আকার দায়িত্ব কর্মকর্তার সাথে আলোচনা করুন।
- প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তারা আপনার চাহিদা অনুযায়ী আপনাকে তাদের ব্যাংকে নীতিমালা বিস্তারিতভাবে জানাবেন ও আপনাকে লোনের আবেদনপত্র প্রদান করবেন।
- অতঃপর উক্ত আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করুন ও যে সকল নথিপত্র প্রয়োজন হবে সে সকল নথিপত্র আবেদন ফরম এর সাথে জমা দিন।
প্রবাসী কল্যাণ ব্যাংকের দায়িত্ব কর্মকর্তা আপনার আবেদন ফরমটি যথাযথভাবে পর্যালোচনা করে আপনার আবেদনকৃত লোনটি অনুমোদন করবেন। প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম সম্পর্কে তো জানতে পেরেছেন; এবার তবে জেনে নেওয়া যাক প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের প্রকারভেদ সম্পর্কে।
আরো জানুন >>>>>> কোন কোন ব্যাংক মর্টগেজ লোন দেয় (আপডেট তথ্য) <<<<<<<<
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন প্রকারভেদ
বর্তমানে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসী গ্রাহকদের তিন প্রকারের লোন প্রদান করে থাকে। এ সকল লোনের মধ্যে রয়েছে:
- অভিবাসন ঋণ।
- পূর্ণবাসন ঋণ।
- বঙ্গবন্ধু অধিবাসী বৃহৎ পরিবার ঋণ।
নিম্নে এই সকল ঋণ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে।
অভিবাসন ঋণ
বাংলাদেশী নাগরিকদের অর্থাৎ প্রবাসীদের বিভিন্ন উপায়ে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ অভিবাসন ঋণ প্রদান করে। বাংলাদেশী নাগরিকরা বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রবাসী কল্যাণ ব্যাংকের যেকোনো শাখায় জমা প্রদান করে অভিবাসন ঋণ গ্রহণ করতে পারবেন। প্রবাসীরা সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত অভিবাসন ঋণ গ্রহণ করতে পারবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে।
পূর্ণবাসন ঋণ
যদি বাংলাদেশী কোন নাগরিক বিদেশে কর্মরত থাকেন এবং তিনি যদি বিদেশ থেকে ফিরে দেশে কোন ব্যবসা বা উদ্যোক্তা হতে চান এক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক উক্ত নাগরিকের পাশে রয়েছে সর্বদা। ১০ বছর মেয়াদে উক্ত প্রবাসী সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করতে পারবেন। তবে ঋণ আবেদনকারী গ্রাহক যদি জামানতবিহীন লোন গ্রহণ করতে চায় এক্ষেত্রে তিনি সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন গ্রহণ করতে পারবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে।
আরো জানুন >>>>>> ব্র্যাক ব্যাংক লোন সুবিধা ২০২৫(সকল লোন সুবিধা)<<<<<<<<
বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ
বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ তাদেরই প্রদান করা হয়, যাদের পরিবারের কোনো সদস্য বিদেশে বৈধভাবে আর চাকরির উদ্দেশ্যে ঋণ গ্রহণ করতে চান। এক্ষেত্রে উক্ত চাকরি প্রাপ্ত ব্যক্তির পরিবারের যেকোনো সদস্য বঙ্গবন্ধু বিভাজ্য পরিবার ঋণ গ্রহণ করতে পারবেন। তবে উক্ত লোন পরিশোধের মেয়াদে সর্বোচ্চ ১০ বছর। তবে জামানতবিহীন লোন গ্রহণের ক্ষেত্রে আবেদনকারী সর্বোচ্চ ৩ লক্ষ টাকা লোন গ্রহণ করতে পারবেন। তবে ৫ লক্ষ টাকার অধিক লোন গ্রহণ করার জন্য ঋণ গ্রহীতার স্থাবর সম্পত্তির রেজিস্ট্রি মর্টগেজ হিসেবে ব্যাংকের নিকট জমা রাখতে হবে।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে কি কি কাগজ লাগে
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে বেশ কিছু নথিপত্র প্রয়োজন হয়। এ সকল মৌলিক নথিপত্রের মধ্যে রয়েছে:
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- আর ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা কর্তৃক প্রধানকৃত ও নাগরিক সনদপত্র।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি। লোনের প্রকারভেদে দুই কপি থেকে ৪ কপি ছবি প্রয়োজন হয়ে থাকে।
- বিগত ৬ মাসের কিংবা ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিল এর কপি (বিদ্যুৎ বিল / গ্যাস বিল/ পানি বিল)।
- জামিনদারের অর্থাৎ নমিনির পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি (২ কপি) ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- জামিনদারের ব্যাংক অ্যাকাউন্টের নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে)।
এ সকল মৌলিক কাগজপত্র ছাড়াও প্রকারভেদে আরো বেশ কিছু কাগজপত্র প্রয়োজন হয়। যেমন:
অভিবাসন লোন আবেদনের নথিপত্র
- দুইজন জামিনদার এর প্রয়োজন এবং হবে এবং জামিনদারের যাবতীয় তথ্য প্রদান করতে হবে।
- জামিনদারের স্বাক্ষর করা ব্যাংক অ্যাকাউন্টের ৩টি চেকের পাতা প্রদান করতে হবে।
- পাসপোর্ট, ভিসা, বিএমইটি কার্ডের ফটোকপি প্রদান করতে হবে।
পূর্ণবাসন লোন আবেদনের নথিপত্র
মৌলিক কাগজপত্র ছাড়া লোনের প্রকারভেদে বেশকিছু কাগজপত্র প্রয়োজন হয়। তবে পূর্ণবাসন লোনের আবেদনের এক্ষেত্রে অতিরিক্ত যে সকল কাগজপত্র প্রয়োজন হতে পারে তার মধ্যে রয়েছে:
- ট্রেড লাইসেন্স এর ফটোকপি।
- জামানত হিসেবে রাখা সম্পত্তির নথিপত্র।
- লোন আবেদনকারীর বিনিয়োগের ঘোষণা পত্র।
- লোন আবেদনকারীর স্বাক্ষরকৃত ব্যাংক অ্যাকাউন্টের ৩টি চেকের পাতা।
- বিদেশ থেকে আবেদনকারী প্রত্যাগমন করেছে এই মর্মে প্রয়োজনীয় সকল নথিপত্র প্রদান করতে হবে।
- উক্ত ব্যবসা বা প্রকল্পের গত দুই বছরের আয় ও ব্যয়ের বিবরণী প্রদান করতে হবে।
আরো জানুন >>>>>> কর্মসংস্থান ব্যাংক লোন আবেদন ২০২৫ <<<<<<<<
বঙ্গবন্ধু অধিবাসী বৃহৎ পরিবার লোন আবেদনের নথিপত্র
- ট্রেড লাইসেন্স।
- প্রকল্পের গত এক বছরের আয় ও ব্যয়ের বিবরণী হিসাব তথ্য প্রদান করতে হবে।
- ব্যাংক অ্যাকাউন্ট এর ৩টি চেকের পাতা স্বাক্ষর করে প্রদান করতে হবে লোন আবেদনকারীর।
- কোন প্রশিক্ষণ সেন্টার থেকে প্রশিক্ষণ গ্রহণ করে থাকলে অবশ্যই উক্ত সার্টিফিকেট প্রদান করতে হবে।
- লোনের আবেদনকারী যদি ব্যবসা বা প্রকল্পের স্থান হতে ভাড়া নিয়ে থাকেন, সেক্ষেত্রে লিজের চুক্তিপত্র প্রদান করতে হবে।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন আবেদন ফরম
প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন আবেদন সরাসরি প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট pkb.gov.bd থেকে সংগ্রহ করতে পারবেন। তবে প্রবাসী কল্যাণ ব্যাংকের যেকোন শাখায় গিয়ে আবেদনকারী লনের আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সুদের হার
প্রবাসী কল্যাণ ব্যাংকের লোনের সুদের হার নির্ভর করে গ্রাহকের লোনের চাহিদা ও সময়ের উপর। তবে নিম্নে প্রবাসী কল্যাণ ব্যাংকের লালনের প্রকার ও সুদের হার উপস্থাপন করা হয়েছে:
লোন | সময়সীমা | সুদের হার |
অভিবাসন লোন | ২ বছর | ৯% |
বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার লোন | ১০ বছর | ৯% |
পূর্ণবাসন লোন | ১০ বছর | ৯% |
প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন
প্রবাসী কল্যাণ ব্যাংক ন্যূনতম ১ লক্ষ টাকা থেকে সর্বাধিক ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন প্রদান করে থাকে বিভিন্ন মেয়াদে। এক্ষেত্রে গ্রাহক সর্বনিম্ন দুই বছর হতে সর্বোচ্চ ১০ বছরের জন্য ৫০ লক্ষ টাকা লোন গ্রহণ করতে পারবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে। নিম্নের ছকে বিস্তারিত উপস্থাপন করা হয়েছে:
লোন | সময়সীমা | পরিমাণ |
অভিবাসন লোন | ২ বছর | ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা |
বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার লোন | ১০ বছর | সর্বোচ্চ ১০ লক্ষ টাকা |
পূর্ণবাসন লোন | ১০ বছর | সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা |
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সুবিধা
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন বিশেষ করে প্রবাসীদের কথা চিন্তা করে বাংলাদেশ সরকার লোন সুবিধা চালু করেছেন।নিম্নে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সুবিধা উপস্থাপন করা হয়েছে:
- যারা বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে চান তাদের স্বপ্ন পূরণের জন্য সর্বদা পাশে রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক এক্ষেত্রে তারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন গ্রহণ করে তাদের স্বপ্ন পূরণ করতে পারবেন।
- যারা প্রবাস থেকে ফিরে এসেছেন এবং দেশে কোন কিছু করার ইচ্ছা পোষণ করছেন তাদের ব্যবসার উন্নতিতে প্রবাসী কল্যাণ ব্যাংক পাশে রয়েছে।
- প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কম সুদে দীর্ঘমেয়াদী লোন গ্রহণ করা যায়।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন অনলাইন আবেদন
বর্তমানে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন এর অনলাইন আবেদন করার কোন প্রক্রিয়া প্রবাসী কল্যাণ ব্যাংক করেনি তবে প্রবাসী কল্যাণ ব্যাংক হতে ঋণ গ্রহণের জন্য আবেদনকারীরা প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট pkb.gov.bd এর মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন এর আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।
আরো জানুন >>>>>> কার লোন বা লোনে গাড়ি কেনার নিয়ম (আপডেট তথ্য ২০২৫) <<<<<<<<
প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কিত বহুল আলোচিত প্রশ্নাবলী
প্রবাসী কল্যাণ ব্যাংক কোথায় আছে ?
বাংলাদেশের ৬৪ জেলার প্রতিটি জেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাঁখা রয়েছে
প্রবাসী কল্যাণ ব্যাংক কি সরকারি ব্যাংক ?
হ্যাঁ,প্রবাসী কল্যাণ ব্যাংক একটি সরকারি ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিভিন্ন ধরনের লোন গ্রহণের পাশাপাশি গ্রাহক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লাভ করতে পারেন।
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার উপায় ?
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আপনার নিকটস্থ ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে আবেদন ফরমটি সংগ্রহ করুন এবং ফর্মটি প্রয়োজনীয় নথিপত্র সহ ব্যাংকের জমা দিন।
সারকথা
প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশের অন্যতম একটি প্রবাসীদের লোন নেওয়ার জন্য । প্রত্যাশা করি আজকের এই আর্টিকেল এর মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন নিয়ম সম্পর্কে সকল তথ্য আপনাকে জানাতে পেরেছি।