ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট লোন সম্পর্কে জানেন কী? ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট লোন বিশেষ করে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রদান করা হয়। ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট লোন “আগামী পার্সোনাল লোন” হিসেবে পরিচিত। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে “ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট লোন” এর পাশাপাশি ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট লোন সম্পর্কিত সকল সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করবো।
ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট লোন কী
ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট লোন হলো একটি বিশেষ লোন যা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য প্রদান করা হয়। ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট লোন “আগামী পার্সোনাল লোন ” হিসেবে পরিচিত। ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট লোন প্রদান করার প্রধান উদ্দেশ্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দর ও সচ্ছল করে গড়ে তোলা।
ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট লোন / আগামী পার্সোনাল লোন কাদের জন্য
যে সকল শিক্ষার্থী দেশে বা বিদেশে উচ্চশিক্ষা লাভ করতো চান উক্ত শিক্ষার্থীদের পিতা-মাতা/অভিভাবক ব্র্যাক ব্যাংক থেকে স্টুডেন্ট লোন নিতে পারবেন। তবে অবশ্যই বাংলাদেশে উচ্চ শিক্ষার জন্য UGC অনুমোদিত হয়েছে এমম সকল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে হবে। তবে বিদেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের ক্ষেএে “আগামী পার্সোনাল লোন / স্টুডেন্ট লোন ” সুবিধা পাওয়া যাবে।

আগামী পার্সোনাল লোন / ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট লোনের যোগ্যতা
ব্র্যাক ব্যাংক থেকে স্টুডেন্ট লোন নেওয়ার জন্য অবশ্যই বেশ কিছু যোগ্য থাকতে হবে গ্রাহকের। যেমন:
- অবশ্যই উচ্চশিক্ষার জন্য লোন নিতে হবে। এক্ষেত্রে অবশ্য উচ্চশিক্ষার জন্য লোনের জন্য প্রয়োজনীয় প্রমাণ পএ প্রদান করতে হবে।
- অভিভাবকদের প্রতি মাসের আয় সর্বনিম্ন ২০,০০০ টাকা হতে হবে। ( তবে শর্ত প্রযোজ্য)
- অবশ্যই ব্র্যাক ব্যাংক পূর্বে সচল অ্যাকাউন্ট/হিসাব নম্বর থাকতে হবে।
ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট লোনের জন্য কাগজপত্র
ব্র্যাক ব্যাংক থেকে স্টুডেন্ট লোনের আবেদন করার জন্য বেশ কিছু কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে। এসকল কাগজপত্রের মধ্যে রয়েছেঃ
- জাতীয় পরিচয়পত্র পএের ফটোকপি ( অবশ্যই স্পষ্ট হতে হবে)।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিম ছবি – ২ কপি প্রয়োজন হবে।
- ৫ লক্ষ টাকার অধিল লোন গ্রহণের ক্ষেএে অবশ্যই ই-টিন সার্টিফিকেট অথবা রিটার্ন এর কপি প্রদান করতে হবে।
- মাসিক আয়ের প্রমাণপএ প্রদান করতে হবে।
- বিগত ৬ মাস /১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে।
আবেদনকারী | গ্যারান্টর |
জাতীয় পরিচয়পত্র পএের ফটোকপি ( অবশ্যই স্পষ্ট হতে হবে) | ভিজিটিং কার্ড (যদি থাকে) |
সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিম ছবি – ২ কপি প্রয়োজন হবে। | সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিম ছবি – ১ কপি |
৫ লক্ষ টাকার অধিল লোন গ্রহণের ক্ষেএে অবশ্যই ই-টিন সার্টিফিকেট অথবা রিটার্ন এর কপি প্রদান করতে হবে। | জাতীয় পরিচয়পত্রের ফটোকপি |
মাসিক আয়ের প্রমাণপএ প্রদান করতে হবে। | |
বিগত ৬ মাস /১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে। |
এসকল কাগজপএ ছাড়াও অন্য কোন কাগজপত্র প্রয়োজন হলে ব্র্যাক ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তা আপনাকে জানিয়ে দিবেন।
ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট লোনের সেরা বৈশিষ্ট্য
প্রতিটি ব্যাংকের মতো ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট লোনের বেশ কিছু বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। এ সকল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে:
- মোট লোনের/ঋণের টিউশন ফি ১৩০% পর্যন্ত ঋণ সুবিধা। অর্থাৎ লোনের পরিমাণ ১০ লক্ষ হলে ১৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাওয়া যাবে।
- সর্বাধিক ২০ লক্ষ টাকা ঋণ সুবিধা।
- ৫ বছর বা ৬ মাসে পরিশোধ করার সুযোগ।
- পর্যায়ক্রমে ঋণ বিতরণ করা হয় শিক্ষার্থীর খরচ অনুযায়ী। পর্যায়ক্রমে ঋণ বিতরণর প্রধান উদ্দেশ্য শিক্ষার্থী অকারণে অর্থ অপচয় না করেন এ জন্য।
- কিস্তি সুবিধা ও সর্বনিম্ন সুদের ( ইন্টারেস্ট) পরিমাণ।
আগামী পার্সোনাল লোনের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যায়?
আগামী পার্সোনাল লোনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত বা অধ্যয়ন করতে ইচ্ছুক এমন শিক্ষার্থীরা তাদের টিউশন ফি সেমিস্টার ফি এবং আনুষঙ্গিক খরচ আমি যাবার জন্য আগামী পার্সোনাল লোন থেকে বিশেষ সুবিধা পেয়ে থাকেন। এছাড়া শিক্ষার্থীরা সেমিস্টারের ভিত্তিতে তিন মাস ছয় মাস বা চার মাস বা ১২ মাসের ব্যবধানে একাধিক ধাপে লোন Disbursement সুবিধা লাভ করতে পারবেন। তবে শিক্ষার্থীদের লোনের অর্থ পরিষদের করার জন্য ব্রাক ব্যাংক সাহস কিস্তিতে লোন পরিশোধের সুযোগ প্রদান করে থাকে।
আরো জানুন >>>>>> স্টুডেন্ট লোন ইসলামী ব্যাংক <<<<<<<<
ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট লোন কত টাকা নেওয়া যায়
ব্র্যাক ব্যাংক থেকে স্টুডেন্ট লোন হিসেবে সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে সর্বাধিক ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাওয়া যায়। তবে ব্রাক ব্যাংকের একটি আকর্ষণীয় সুবিধা হচ্ছে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা টিউশনে ফি এর সর্বোচ্চ ১৩০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা পান। এক্ষেত্রে কোন অভিভাবক তার সন্তানের জন্য শিক্ষার্থী লোন হিসেবে সম্পূর্ণ টিউশন ফি হিসেবে ১০ লক্ষ টাকা লোন নিয়ে থাকেন সে ক্ষেত্রে উক্ত শিক্ষার্থী ১৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।
Phase Disbursement কি ও বিস্তারিত
Phase Disbursement বলতে বোঝায় যে, লোন অনুমোদন পাওয়ার পর সেটি একসাথে বা একবারে না দিয়ে বিভিন্ন ধাপে প্রদান করা হয়। বর্তমানে ব্র্যাক ব্যাংক সর্বাধিক ১২টি ধাপে বিতরণের সুবিধা প্রদান করছে। ফলস্বরূপ বিভিন্ন সময়ে লোনের অর্থ পাওয়ার কারণে অর্থের অপচয় কম হয়। Phase Disbursement এর বেশ কিছু সুবিধা রয়েছে সুবিধার মধ্যে রয়েছে;
- একযোগে Disburse না হয়ে একাধিক ধাপে Disburse হয়ে থাকে।
- আগামী পার্সোনাল লোন এর ক্ষেত্রে আবেদনের কৃত লোনটি প্রথমবার একযোগে অনূদিত হলেও শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধা তাদের প্রয়োজনীয় সময়ে অপদান করার সুবিধা রয়েছে।
- সেমিস্টার ফি এর সময় অথবা প্রতিটি ব্যবধান যেমনঃ ৩ মাস, ৪ মাস,৬ মাস,১২ মাস ব্যবধানে শিক্ষার্থী লোন সুবিধা পেয়ে থাকেন।
ব্র্যাক ব্র্যাক স্টুডেন্ট লোন সম্পর্কিত প্রশ্ন সমূহ
ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট লোন পরিশোধের সময় কত ?
ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট লোন পরিষদের সর্বোচ্চ সময় ৫ বছর বা ৬০ মাস। অবশ্যই ৬০ মাসের মধ্যে লোন পরিশোধ করতে হবে।
সন্তান বিদেশে থাকলে কিভাবে স্টুডেন্ট টাকা পাঠানো সম্ভব ?
ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট ফাইল সার্ভিসের মাধ্যমে অভিভাবক বিদেশে থাকা তার সন্তানের কাছে বিদেশে টাকা পাঠাতে পারবেন।
স্টুডেন্টের লোন নিতে কি গ্যারেন্টার প্রয়োজন হয় ?
হ্যাঁ, ব্র্যাক ব্যাংক থেকে স্টুডেন্ট এর লোন নিতে গ্যারান্টারের প্রয়োজন হয়। এক্ষেত্রে গ্যারেন্টারের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং ভিজিটিং কার্ড যদি থাকে তাহলে প্রদান করতে হবে।
ব্র্যাক ব্যাংক থেকে সর্বোচ্চ কত টাকা স্টুডেন্ট লোন নেওয়া যায় ?
ব্র্যাক ব্যাংক থেকে সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে সর্বাধিক ২০ লক্ষ টাকা টাকা শিক্ষার্থীর অভিভাবক স্টুডেন্ট লোন নিতে পারবেন।
শেষ কথা
শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রতি শিক্ষার্থীর অভিভাবকের তাদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। এক্ষেত্রে ব্রাক ব্যাংক শিক্ষার্থীদের পাশে রয়েছে সর্বদা। প্রত্যাশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে, ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট লোন সম্পর্কিত সকল তথ্য জানাতে পেরেছি।