সিটি ব্যাংক লোন সুদের হার কত টাকা জানেন কী? সিটি ব্যাংক বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি বানিজ্যিক ব্যাংক। সিটি ব্যাংক তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। বর্তমান সময়ে সিটি ব্যাংকের গ্রাহক না হয়েও সিটি ব্যাংক থেকে লোন সুবিধা পাওয়া যায়। তবে দেরি কেন চলুন জেনে নেওয়া যাক “সিটি ব্যাংক লোন সুদের হার সম্পর্কে বিস্তারিত তথ্য। 

সিটি ব্যাংক লোন সুদের হার কত টাকা

বাংলাদেশের অন্যান্য ব্যাংকের তুলনায় সিটি ব্যাংকের সুদের হার তুলনামূলকভাবে কম হয়ে থাকে। সাধারণত সিটি ব্যাংক থেকে লোনা গ্রহন করলে পার্সোনাল লোনে ক্ষেত্রে সর্বনিম্ন ৯ শতাংশ বার্ষিক হার পরিশোধ করতে হবে। সিটি ব্যাংকের সর্বোচ্চ লোন সুদের হার ১২ শতাংশ। 

তবে বর্তমান সময়ে বিকাশ ব্যবহারকারীরা সিটি ব্যাংকের গ্রাহক না হয়েও সিটি ব্যাংক থেকে বিকাশের মাধ্যমে লোন গ্রহণ করতে পারবেন এবং লোনের অর্থ উত্তোলন করতে পারবেন তবে একজনের গ্রাহক একবারে একটি লোনই নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের ও সিটি ব্যাংকের নির্দেশনা অনুযায়ী উক্ত লোনের অর্থের উপর বাৎসরিক ৯ শতাংশ ইন্টারেস্ট রেট প্রযোজ্য হবে। 

আরও জানতে পারেনঃ সিটি ব্যাংক লোন ক্যালকুলেটর

সিটি ব্যাংক লোন সুদের হার কিসের উপর নির্ভর করে

সিটি ব্যাংক লোনের সুদের মূলত নির্ভর করে লোনের অর্থ ও সময়ের উপরে। সাধারণত লোনের অর্থ পরিশোধের সময় ও মোট অর্থের উপর লোনের ইন্টারেস্ট হার (সুদের হার)  সর্বাধিক নির্ভর করে। 

সিটি ব্যাংক বিকাশ লোনের সুদের হার কত

সাম্প্রতিক সময়ে বিকাশের মাধ্যমে যে লোন সুবিধা পাওয়া যায় এটি সিটি ব্যাংক  প্রদান করছে সকলে বিকাশের গ্রাহকদের। বিকাশের গ্রাহকের আর বাৎসরিক ৯ শতাংশ সুদে সিটি ব্যাংক থেকে পার্সোনাল লোন সুবিধা গ্রহণ করতে পারছেন অর্থাৎ সিটি ব্যাংকের সুদের মাত্র ৯ শতাংশ।

শেষ কথা

সিটি ব্যাংকের লোন চুদিরভাই গ্রাহকদের জন্য কবিদের জন্য ও প্রতিযোগিতামূলক। আপনি যদি সিটি ব্যাংক থেকে গ্রহণ করতে চান হতে পারে আপনার জন্য একটি আদর্শ পছন্দ কারণ বর্তমান সময়ে সিটি ব্যাংক অন্যান্য সকল ব্যাংকের থেকে প্রতিযোগিতামূলক সুদের হারে লোন প্রদান করছে তবে লন্ডনের পূর্বে অবশ্যই আপনার আর্থিক স্থিতিশীলতা বিবেচনা করুন এবং ব্যাংক থেকে সর্বশেষে লোনের সুদের হার সম্পর্কে জেনে নিন। 

আরও জানতে পারেনঃ সিটি ব্যাংক লোন ক্যালকুলেটর

অন্যান্য পোস্টগুলো