সিটি ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন? কিভাবে স্টুডেন্ট একাউন্ট খুলতে হয় এবং স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য কী কী কাগজপত্র লাগে জানেন না? বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে।
সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার মাধ্যমে ফ্রিতে ডেবিট কার্ড এবং চেকবই নিতে পারবেন। এছাড়া, অ্যাকাউন্ট মেইনটেনেন্স কোনো ফি নেই। ফ্রি এসএমএস এলার্ট, ফ্রি পাসপোর্ট এন্ডোর্স সহ বেশ কিছু সুবিধা পাবেন ফ্রিতেই। এছাড়াও, আরও অনেক সুবিধা রয়েছে।
City Bank Student Account এর সুবিধা, একাউন্ট খোলার নিয়ম, একাউন্ট খুলতে কী কী লাগে এসব বিষয় জানতে শেষ অব্দি পড়ুন।
সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্টের সুবিধা
সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্টে বিভিন্ন ধরনের ফ্রি সুবিধা পাওয়া যায়। যারা সিটি ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলবে, তারা নিম্নবর্ণিত সুবিধাগুলো সিটি ব্যাংক থেকে পাবে। এগুলো হচ্ছে —
- অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি নেই
- ফ্রি এসএমএস অ্যালার্ট
- ফ্রি পাসপোর্ট এন্ডোরসমেন্ট
- ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন নেই
- প্রথম বছরের জন্য ডেবিট কার্ডের বার্ষিক ফি মওকুফ
- দৈনিক ব্যালেন্সের উপর সুদ
- অনলাইন ব্যাংকিং সুবিধা
স্টুডেন্টদের কথা ভেবে সিটি ব্যাংক থেকে এসব সুবিধা প্রদান করা হয়ে থাকে। অ্যাকাউন্ট খোলার সময় থেকে একাউন্ট যতদিন স্টুডেন্ট একাউন্ট হিসেবে বহাল থাকবে, ততদিন একাউন্টের কোনো মেইনটেনেন্স ফি লাগবেনা। পাশাপাশি, এসএমএস অ্যালার্ট ফ্রি। যারা বিদেশে পড়তে যাওয়ার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য পাসপোর্ট এন্ডোর্স করবেন, তারা ফ্রিতেই তা করতে পারবেন।
আরও পড়ুন>>> জাগরণী চক্র ফাউন্ডেশন শাখা সমূহ ২০২৫ (আপডেট তথ্য)
অন্যান্য ব্যাংক হিসেবে যেখানে ন্যুনতম ব্যালন্স ব্যাংক একাউন্টে রাখতে হয়, তা সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। একাউন্ট করার পর যে ডেবিট কার্ড প্রদান করা হবে, সেটিতে প্রথম বছরের কোনো ফি লাগবেনা। অনলাইন ব্যাংকিং সুবিধা এবং ডেইলি ইন্টারেস্ট সুবিধার মতো আরও অনেক সুবিধা পাওয়া যাবে সিটি ব্যাংকে।
সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কী কী লাগে
সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। সঠিক কাগজপত্র থাকলে সহজেই একটি স্টুডেন্ট একাউন্ট করতে পারবেন। স্টুডেন্ট আইডি কার্ড সহ বেশ কিছু কাগজপত্র লাগে। কী কী কাগজপত্র লাগবে তা নিম্নবর্ণিত তালিকায় উল্লেখ করে দেয়া হয়েছে।
সিটি ব্যাংকে স্কুল প্ল্যান এবং কলেজ প্ল্যান নামক দুই ধরনের স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন। যারা স্কুলে অধ্যয়নরত আছে, তাদের জন্য স্কুল প্ল্যান। এছাড়া, যারা কলেজে আছে, তাদের জন্য কলেজ প্ল্যান। কী কী কাগজপত্র লাগবে তা নিম্নবর্ণিত —
স্কুল প্ল্যানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম জমা (১০০ টাকা)
- ১৮ বছর থেকে ২৪ বছর বয়স হতে হবে।
- জন্ম নিবন্ধন সনদ।
- স্টুডেন্ট আইডি কার্ড।
- সচল মোবাইল নাম্বার।
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- পিতা/মাতার পরিচয়পত্র।
- আয়ের উৎসের প্রমাণপত্র।
- নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ড।
- ইউটিলিটি বিলের কপি (পানি/বিদ্যুৎ/গ্যাস)
- পিতা/মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
কলেজ প্ল্যানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- ভোটার আইডি কার্ড/জন্ম নিবন্ধন সনদ/পাসপোর্ট এর ফটোকপি।
- ১৮ বছর থেকে ২৪ বছর বয়স হতে হবে।
- দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট আইডি কার্ড।
- নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
- নমিনির জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ/পাসপোর্ট এর ফটোকপি।
- আয় উৎসের প্রমাণপত্র।
- সচল মোবাইল নাম্বার।
- ই-টিআইএন (ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর)।
- ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/পানি/গ্যাস)।
উপরোক্ত কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে সিটি ব্যাংকের নিকটস্থ যেকোনো শাখায় গেলেই স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন। এসব কাগজপত্র জমা দেয়ার মাধ্যমে একাউন্ট নিবন্ধন ফরম পূরণ করে একাউন্ট খোলার জন্য আবেদন সম্পন্ন করতে পারবেন।
সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্টের চার্জ
সিটি ব্যাংক স্কুল প্ল্যান এবং কলেজ প্ল্যান উভয় ধরনের স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্যই কোনো প্রকার অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি নেই। স্কুল ও কলেজ প্ল্যানের অ্যাকাউন্ট এর জন্য প্রথম বছরের ডেবিট কার্ডের ইয়ারলি ফি মওকুফ করা হয়েছে। তবে প্রথম বছর পর এর চার্জ প্রযোজ্য হতে পারে। সিটি ব্যাংক স্কুল প্ল্যান এবং কলেজ প্ল্যান উভয় অ্যাকাউন্টের জন্যই পাসপোর্ট এন্ডোরসমেন্ট ফ্রি।
আরও পড়ুন>>>ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন ২০২৫ (আপডেট তথ্য)
উভয় প্ল্যানের অ্যাকাউন্টধারীদের জন্যই এসএমএস অ্যালার্ট ফ্রি। স্কুল ও কলেজ প্ল্যানের ক্ষেত্রে প্রথম চেক বই সাধারণত ফ্রিতে দেওয়া হয়। তবে পরবর্তী চেক বইয়ের জন্য চার্জ প্রযোজ্য হতে পারে। অর্থাৎ, সিটি ব্যাংকের দুই ধরনের স্টুডেন্ট একাউন্টের ক্ষেত্রেই কোনো প্রকার চার্জ নেই।
সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য সিটি ব্যাংকের নিকস্থ যেকোনো শাখায় যোগাযোগ করতে হবে। এরপর, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার মাধ্যমে স্টুডেন্ট একাউন্ট খোলার আবেদন করা যাবে। ব্যাংকে কর্মরত অফিসারের নিকট হতে একাউন্ট নিবন্ধন ফরম পূরণ করে নিতে পারবেন।
সিটি ব্যাংকে কীভাবে স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য আবেদন করতে হয় এ বিষয়ে নিচে কয়েকটি ধাপ উল্লেখ করে দেয়া হয়েছে। এই ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
ধাপ ১ — অ্যাকাউন্ট নিবন্ধন ফরম পূরণ
সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য অ্যাকাউন্ট নিবন্ধন ফরম পূরণ করতে হবে। সিটি ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করে কিংবা তাদের নিকটস্থ যেকোনো শাখায় গিয়ে স্টুডেন্ট একাউন্ট খোলার ফরম সংগ্রহ করতে পারবেন।
সিটি ব্যাংকের নিকটস্থ শাখায় গিয়ে দায়িত্বরত অফিসারকে বললে তিনি আপনার একাউন্ট নিবন্ধন ফরমটি পূরণ করে দিবেন। অথবা, চাইলে আপনি নিজেও সঠিক তথ্য দিয়ে একাউন্ট নিবন্ধন ফরম পূরণ করতে পারেন।
ধাপ ২ — প্রয়োজনীয় কাগজপত্র প্রদান
সকল সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধন ফরম পূরণ করার পর উপরে যেসব কাগজপত্রের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো জমা দিন। সিটি ব্যাংক থেকে আপনাকে বলা হবে কী কী কাগজপত্র প্রয়োজন। সেসব কাগজপত্র তাদেরকে প্রদান করুন।
আয়ের প্রমাণপত্র বা ইনকাম প্রুফের কাগজপত্র অবশ্যই প্রদান করতে হবে। নয়তো পরবর্তীতে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। এছাড়া, স্টুডেন্ট আইডি কার্ডও আবশ্যক। সবগুলো কাগজপত্র নিবন্ধন ফরমের সাথে সংযুক্ত করে জমা দিন।
ধাপ ৩ — ফি ও ফরম জমা
সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার ন্যুনতম ফি ১০০ টাকা জমা দিতে হবে। এই টাকা আপনার ব্যাংক হিসাবে জমা থাকবে। ১০০ টাকা সহ পূরণকৃত নিবন্ধন ফরম এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন। তাহলে ব্যাংক একাউন্ট খোলার প্রক্রিয়া সম্পন্ন হবে।
একাউন্ট নিবন্ধন হয়ে গেলে এসএমএস এর মাধ্যমে আপনার ব্যাংক হিসাবের নাম্বার পেয়ে যাবেন। অতঃপর, কিছুদিনের মাঝেই আবারও এসএমএস করে আপনার ডেবিট কার্ড এবং চেকবই কবে সংগ্রহ করতে পারবেন তা জানিয়ে দেয়া হবে।
ধাপ ৪ — ডেবিট কার্ড ও চেকবই সংগ্রহ
এসএমএস এর মাধ্যমে পাওয়া তারিখে ব্যাংকের উক্ত শাখায় গিয়ে ডেবিট কার্ড এবং চেকবই সংগ্রহ করতে পারবেন। সাধারণত ব্যাংক একাউন্ট খোলার ১০-১৫ দিনের মাঝেই ডেবিট কার্ড এবং চেকবই প্রদান করা হয়ে থাকে।
ডেবিট কার্ড ও চেকবই সংগ্রহ করার মাধ্যমে এগুলো দিয়ে সিটি ব্যাংক ব্যবহার করে সহজেই লেনদেন করতে পারবেন। এছাড়া, সিটি ব্যাংকের মোবাইল অ্যাপ City Touch ব্যবহার করে অনলাইন ব্যাংকিং করতে পারবেন আরও সহজেই।
সিটি ব্যাংকের সিটি টাচ অ্যাপে ডেবিট কার্ড বা অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করে লগইন করতে পারবেন। এরপর, মোবাইল ব্যাংকিং এর সব ধরনের ফিচার ব্যবহার করতে পারবেন স্মুথলি।
শেষ কথা
সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম, সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কী কী লাগে এবং City Bank Student Account এর সুবিধাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোস্টে। যারা সিটি ব্যাংকে স্টুডেন্ট হিসাব খুলতে চাচ্ছেন, তাদের যেকোনো প্রশ্নের উত্তর পাবেন নিচের প্রশ্নোত্তর সেকশনে।
বিভিন্ন প্রশ্নোত্তর (FAQ)
সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কত টাকা লাগে?
সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে ১০০ টাকা ন্যুনতম জমার প্রয়োজন হয়।
সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্টের বার্ষিক চার্জ কত টাকা?
সিটি ব্যাংকে স্টুডেন্ট একাউন্টের কোনো বার্ষিক চার্জ নেই।
স্টুডেন্ট একাউন্ট ডেবিট কার্ডের চার্জ কত টাকা?
সিটি ব্যাংক স্টুডেন্ট হিসাবের ক্ষেত্রে প্রথম বছর ডেবিট কার্ড চার্জমুক্ত।
অনলাইনে সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলা যায়?
না, অনলাইনে সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলা যায়না। স্টুডেন্ট একাউন্ট খুলতে চাইলে সিটি ব্যাংকের নিকটস্থ শাখায় যেতে হবে।