সোনালী ব্যাংক লোন সরকারি চাকরিজীবীদের জন্য বর্তমানে বিশেষ ভাবে বেশ কিছু লোন প্রদান করছে সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বচ্ছলতার জন্য। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরিজীবী সোনালী ব্যাংক হতে লোন গ্রহণ করতে পারবেন। তবে সোনালী ব্যাংক হতে সরকারি চাকরিজীবীদের লোন গ্রহণের জন্য সোনালী ব্যাংকের বিশেষ কিছু নির্দেশনা অবশ্যই উক্ত সরকারি চাকরিজীবীকে অনুসরণ করতে হবে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা “সোনালী ব্যাংক লোন সরকারি চাকরিজীবীদের” সকল তথ্য জানাবো।

সোনালী ব্যাংক লোন সরকারি চাকরিজীবীদের জন্য
সোনালী ব্যাংক সরকারি চাকরিজীবীদের লোন প্রদান করে যা উক্ত চাকরিজীবীর মোট আয় ও চাকরির উপর নির্ভর করে। তবে সোনালী ব্যাংক লোন সরকারি চাকরিজীবীদের পেতে হলে অবশ্যই বেশ কিছু নথিপত্র ও তথ্য ব্যাংকে প্রদান করতে হয়। স্বল্প সময় হতে দীর্ঘ সময়ের এর জন্য সরকারি চাকরিজীবীরা সোনালী ব্যাংক হতে লোন গ্রহণ করতে পারবেন। লোনের প্রকারভেদের উপর নির্ভর করে সোনালী ব্যাংক হতে সরকারি চাকরিজীবীরা যে-সকল লোন সুবিধা লাভ করেন তার মধ্যে রয়েছেঃ
- ব্যক্তিগত লোন (পার্সোনাল লোন)।
- হোম লোন (বাড়ি তৈরি করার জন্য লোন)।
- শিক্ষা লোন ( সন্তানদের উচ্চ শিক্ষার জন্য)।
- ক্ষুদ্র ও মাঝারি লোন (ব্যবসার জন্য)।
- গাড়ি করার জন্য (কার লোন)।
নিম্নে এ সকল লোন সম্পর্কে নিম্নে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছেঃ
ব্যক্তিগত লোন সরকারি চাকরিজীবীদের জন্য
সরকারি চাকরিজীবীরা ব্যক্তিগত লোন হিসেবে সোনালী ব্যাংক হতে যে-সকল লোন নিতে পারবেন তার মধ্যে রয়েছে: (১) চিকিৎসার জন্য লোন, (২) নিজের বা সন্তানের বা পরিবারের সদস্যের বিবাহের জন্য লোন, (৩) ছুটি কাটানোর জন্য লোন,(৪) এছাড়া অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনে লোন সুবিধা।
শিক্ষা লোন সরকারি চাকরিজীবীদের জন্য
সোনালী ব্যাংক হতে সরকারি চাকরিজীবীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করতে বা তাদের সন্তানের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধির জন্য উচ্চ শিক্ষার জন্য শিক্ষা লোন গ্রহণ করতে পারবেন। এজন্য অবশ্য লোনের মূল অর্থ শিক্ষার উদ্দেশ্যে ব্যয় করতে হবে। এক্ষেত্রে গ্রাহক/ আবেদনকারীর পরিবারের সদস্য অবশ্যই; বাংলাদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য কিংবা বিদেশে উচ্চ শিক্ষা অর্জনের জন্য লোন আবেদন করা যাবে।
আরো জানুন >>>>>> সোনালী ব্যাংক মর্টগেজ লোন (আপডেট তথ্য) <<<<<<<<
গাড়ির লোন সরকারি চাকরিজীবীদের জন্য
সরকারি চাকরিজীবীদের গাড়ি ক্রয় করার স্বপ্ন থাকে। তবে গাড়ি ক্রয় করার মতো পর্যাপ্ত পরিমান অর্থ থাকে না সরকারি চাকরিজীবীদের। তবে সরকারি চাকরিজীবীরা তাদের প্রয়োজনে মোটরসাইকেল কিংবা অন্যান্য গাড়ি ক্রয় করার জন্য সোনালী ব্যাংক হতে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা লোন সুবিধা পেয়ে থাকেন, যা মূল গাড়ির মূল্যের ৫০% অর্থ।
ক্ষুদ্র বা মাঝারি লোন
সরকারি চাকরিজীবীদের আয় সীমিত হওয়ার কারণে তাদের জীবন যাত্রার মান অন্যান্য চাকরিজীবীদের থেকে সাধারণ হয়ে থাকে। আর এই সীমিত আয়ের সরকারি চাকরিজীবীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য ক্রয়ের ক্ষমতা কিংবা বিভিন্ন প্রকার আয়বর্ধক ও বৈধ কার্যক্রমের ঋণ সহায়তা প্রদান করার জন্য সোনালী ব্যাংক আর সর্বদা গ্রাহকের পাশে রয়েছে। সোনালী ব্যাংক হতে একজন সরকারি চাকরিজীবী ন্যূনতম ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা বিশেষ ক্ষুদ্রঋণ হিসেবে গ্রহণ করতে পারবেন। তবে অবশ্যই উক্ত লোন ১২ মাস হতে ৩৬ মাসের মধ্যে পরিশোধ করতে হবে কিস্তি আকারে। বর্তমানে ক্ষুদ্র ঋণের সুদের হার ১২ শতাংশ,তবে এটি পরবর্তীতে পরিবর্তন হতে পারে।
যে সকল খাতে সরকারি চাকরিজীবী বিনিয়োগ করতে পারবেন উক্ত লোনের অর্থ দিয়ে তার মধ্যে রয়েছে:
- কৃষি পণ্যের বিপণন।
- গাভী পালন, হাঁস মুরগি পালন, গরুমোটাজাত করণ,মৎস্য চাষ।
- সেলাই মেশিন, সোয়েটার বুনন মেশিন, এমব্রয়ডারি মেশিন ক্রয়।
- বায়োগ্যাস প্লান্টে স্থাপন বা সৌরশক্তি ব্লাড স্থাপন।
- বিভিন্ন মৌসুমী ফসল মজুদ ও বিভিন্ন আয়বর্ধক বৈধ কার্যক্রমের জন্য লোন নিতে পারবেন।
তবে উল্লেখ্য যে,কোন সরকারি কর্মচারী বা কর্মকর্তার এক্ষেত্রে ব্যাবসা সংশ্লিষ্ট লোনের যে খাত সমূহ রয়েছে তা প্রযোজ্য হবে না।
হোম লোন বা গৃহ ঋণ
প্রতিটি মানুষের স্বপ্ন থাকে তার স্বপ্নের একটি পছন্দের বাড়ি তৈরি করা এক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা এর ব্যতিক্রম নয়। সরকারি চাকরিজীবীরা তাদের শব্দের বাড়ি তৈরি করার জন্য সোনালী ব্যাংক থেকে হোম লোন নিতে পারবেন। এক্ষেত্রে ব্যাংকের নির্দেশনা অনুযায়ী মাসিক ন্যূনতম আয় থাকতে হবে ব্যাংকের নীতিমালা অনুসারে । সোনালী ব্যাংক হতে দীর্ঘ সময়ের ( ২০ বছর থেকে ২৫ বছর) বাড়ি তৈরি করার জন্য লোন নিতে পারবেন। এক্ষেত্রে উক্ত চাকরিজীবী কত টাকা হতে লোন নিতে পারবেন এটি নিকটস্থ শাখার ব্যাংক কর্মকর্তা আবেদনকারীকে এ বিষয়ে অবহিত করবেন।
সোনালী ব্যাংক সোনালী ব্যাংক লোন সরকারি চাকরিজীবীদের জন্য শর্তাবলী
সোনালী ব্যাংকের বেশ কিছু শর্তাবলী রয়েছে সকল শর্তাবলী যদি গ্রাহক বা আবেদনকারী মানতে ব্যর্থ হয় তাহলে তিনি লোন প্রাপ্তির যোগ্যতা হারাবে ও গ্রাহক যদি এ সকল শর্তাবলী মানতে সম্মত হয় তাহলে তিনি লোন প্রাপ্তির এজন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হন।এ সকল শর্তাবলির মধ্যে রয়েছেঃ
- অবশ্যই সরকারি চাকরিজীবী হতে হবে এবং সরকারি চাকরিজীবী প্রমাণ সাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োগ করতে হবে।
- আর লোন গ্রহীতা এবং লোনের ওপর ভিত্তি করে গ্রাহকে লোন প্রদান করা হয় এক্ষেত্রে ব্যাংক নীতিমালা নির্ভর করে।
- লোনের পরিমাণ ও ধরণ অনুযায়ী লোনের মেয়াদ নির্ধারণ করা হয়।
- লোন গ্রহণ করার জন্য আবেদনকারী যদি সকল প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র প্রদানের জন্য ব্যর্থ হয় তাহলে তিনি সোনালী ব্যাংক হতে লোন পাওয়ার জন্য উপযুক্ত হবেন না ।
আরো জানুন >>>>>> ঢাকা ব্যাংক হোম লোন (আপডেট তথ্য) <<<<<<<<
প্রয়োজনীয় নথিপত্র সোনালী ব্যাংক লোন সরকারি চাকরিজীবীদের জন্য
প্রতিটি ব্যাংকের মতো সোনালী ব্যাংক হতে সরকারি চাকরিজীবীদের লোন গ্রহন করতে বেশ কিছু নথিপত্র প্রদান করতে হয়। এ সকল নথিপত্রের মধ্যে রয়েছে:
- অবশ্যই সোনালী ব্যাংকে স্যালারি একাউন্ট থাকতে হবে।
- চাকুরী স্থায়ী হ্যাঁ কি না এ মর্মে সঠিক নথিপত্র প্রদান করতে হবে।
- লোনের আবেদন ফরম।
- প্রভিডেন্ট ফান্ড থাকতে হবে।
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে।
- ঠিকানার প্রমাণপত্র ভেরিফিকেশনের জন্য ইউটিলিটি বিল এর কপি প্রদান করতে হবে।
- নিয়োগ পত্র প্রদান করতে হবে অবশ্যই সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান করতে হবে।
- বেতন সার্টিফিকেট /পে স্লিপ /বেতন সার্টিফিকেট প্রদান করতে হবে।
- জামানাতের প্রয়োজনীয় নথিপত্র প্রদান করতে হবে। ঋণের ধরন উপর নির্ভর করে জামানতের কাগজপত্র নির্ভর করে। যেমন: সম্পত্তির দলিল, গাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি।
- অবশ্যই লোনের জামিনদার বা গ্যারেক্টার প্রয়োজন হবে।জামিরদাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে। অবশ্যই জামিনদাতার সকল তথ্য প্রদান করতে হবে।
সোনালী ব্যাংক লোন সরকারি চাকরিজীবীদের কত টাকা লোন দেয়
একজন সরকারি চাকরিজীবী সোনালী ব্যাংক থেকে কত টাকা লোন নিতে পারবেন তা সম্পূর্ণ নির্ভর করে সোনালী ব্যাংকের লোন প্রদানের নীতিমালা ও উক্ত সরকারি চাকরিজীবীর মোট আয়ের উপর। সরকারি চাকরিজীবী প্রতি মাসে কত টাকা আয় তার উপর নির্ভর করে সোনালী ব্যাংক লোন প্রদান করে থাকে যাতে চাকরিজীবীদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা বজায় থাকে।
সোনালী ব্যাংক লোন সরকারি চাকরিজীবীদের সুদের হার
যেকোনো ব্যাংক হতে লোন গ্রহণ করার পরবর্তী পর্যায়ে পরিষদের সময় অবশ্যই আসল মোট অর্থ সহ + অতিরিক্ত ইন্টারেস্ট হার / সুদের হার প্রদান করতে হবে। সাধারণত সুদের হার ৯ শতাংশ থেকে সর্বাধিক ১৪ শতাংশ পর্যন্ত হয়ে থাকে লোনের প্রকার ও লোন পরিশোধ এ করার সময় এর উপর নির্ভর করে।
সরকারি চাকরিজীবীদের সুবিধা সোনালী ব্যাংক
সোনালী ব্যাংক সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বচ্ছলতার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। আজ সরকারি চাকরিজীবীরা সোনালী ব্যাংকে হতে পার্সোনাল লোন হতে সকল ধরনের লোন সুবিধা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা লোন পরিশোধ করার জন্য দীর্ঘ সময় পেয়ে থাকেন।
আরো জানুন >>>>>> ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন (আপডেট তথ্য) <<<<<<<<
সোনালী ব্যাংক লোন সরকারি চাকরিজীবীদের নেওয়ার নিয়ম
সোনালী ব্যাংক হতে সরকারি চাকরিজীবীদের লোন নেওয়ার জন্য অবশ্যই সরকারি চাকরিজীবীদের উক্ত এলাকার নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় গিয়ে দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে। দায়িত্বরত কর্মকর্তার নিকট হতে লোন আবেদনপত্র সংগ্রহ করে সকল নথিপত্র সহ সোনালী ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তার নিকট জমা দিতে হবে। কিছুদিনের মধ্যেই বিবেচনা করে দায়িত্বরত কর্মকর্তা অনুমোদন করবেন।
সোনালী ব্যাংক লোন সম্পর্কিত বহুল জিজ্ঞাসা প্রশ্ন সমূহ
সোনালী ব্যাংক লোন ইন্টারেস্ট রেট কত ?
সোনালী ব্যাংকের লোনের ইন্টারেস্ট রেট ন্যূনতম ৯ শতাংশ থেকে সর্বাধিক ১৪ শতাংশ পর্যন্ত হয়ে থাকে লোনের মেয়াদ ও লোনের উপর নির্ভর করে
সোনালী ব্যাংক লোন কিস্তি আকারে কি পরিশোধযোগ্য ?
হ্যাঁ অবশ্যই, সোনালী ব্যাংকের লোন প্রতিমাসে কিস্তি আকারে পরিষদ যোগ্য
সরকারি চাকরিজীবীতে লোন সুবিধা সোনালী ব্যাংকে আছে কি ?
হ্যাঁ, অবশ্যই সোনালী ব্যাংকে সরকারি চাকরিজীবীদের জন্য লোন সুবিধা রয়েছে। সোনালী ব্যাংকের লোন সুবিধা সরকারি চাকরিজীবীরা গ্রহণ করতে পারবেন তার মাসিক আয়ের উপর নির্ভর করে।
সোনালী ব্যাংকের লোন নম্বর
সোনালী ব্যাংকের লোন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন ১৬৬৩৯ নম্বরে
সারকথা
সোনালী ব্যাংক বাংলাদেশের বৃহত্তম সরকারি বাণিজ্যিক ব্যাংক। সোনালী ব্যাংক সর্বদা তাদের গ্রাহকদের চাহিদা পূরণে সচেষ্ট থাকে। প্রত্যাশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে, সোনালী ব্যাংক লোন সরকারি চাকরিজীবীদের সম্পর্কিত সকল তথ্য জানাতে পেরেছি। তবে সোনালী ব্যাংকের লোন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন ১৬৬৩৯ নম্বরে।