ইসলামী ব্যাংক কার লোন সুবিধা বর্তমান সময়ের সবচেয়ে সুবিধাজনক লোন সুবিধা। ইসলামী ব্যাংক কার লোন সুবিধা বিশেষ করে নাগরিকদের স্বপ্ন পূরণের পথে অন্যতম অংশীদার। বাংলাদেশে বসবাসরত যে কোন নাগরিক যদি কর্মক্ষম হয়ে থাকেন ও মাসে ৩০,০০০ টাকা হতে ৪০,০০০ হাজার টাকা আয় হয়ে থাকে তাহলে ইসলামী ব্যাংক কার লোন উক্ত গ্রাহক নিতে পারবেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে ইসলামী ব্যাংক কার লোন ও ইসলামী ব্যাংক কার লোন সম্পর্কিত সকল তথ্য জানাবো।
ইসলামী ব্যাংক কার লোন কত টাকা দেয়
ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী কার লোন ( গাড়ি ঋণ) হিসেবে গাড়ির মোট মূল্যের ৫০% অর্থ তবে ৪০ লাখ টাকার অধিক নয় এমন পরিমান অর্থ ইসলামী ব্যাংক কার লোন হিসেবে গ্রাহকে প্রদান করে থাকে। মিলিয়ন হিসেবে একজন গ্রাহক সর্বোচ্চ ৪.০০ মিলিয়ন টাকা গাড়ির ঋণ নিতে পারবেন।
ইসলামী ব্যাংক কার লোন সুদের হার ( রিটার্নের হার) কত ?
বাংলাদেশের অন্য সকল ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংক কার লোন এ রিটার্নের হার তুলনামূলকভাবে কম। ইসলামী ব্যাংক কার লোনের সুদের হার (রিটার্নের হার) ৯ শতাংশ। অর্থাৎ বাৎসরিক মোট অর্থের ৯ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে ইসলামী ব্যাংকে।
ইসলামী ব্যাংক কার লোন আবেদন করার নিয়ম
ইসলামী ব্যাংকে কার লোনের জন্য আবেদন করার জন্য অবশ্যই ইসলামী ব্যাংক পিএলসি এর আপনার নিকটস্থ যেকোনো শাখায় গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তবে ইসলামী ব্যাংকে কার লোনের জন্য বেশি কিছু কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে। এসব কোন কাগজপত্রের মধ্যে রয়েছে:
- গ্রাহকের পূর্বে থেকে অবশ্যই ইসলামী ব্যাংকে একাউন্ট থাকতে হবে। একাউন্টের হিসাব নম্বর সহ বিগত ৬ মাসে কিংবা ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে।
- আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি প্রদান করতে হবে।
- পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ৪ কপি ছবি প্রয়োজন হবে।
- অবশ্যই প্রতিমাসে কমপক্ষে ৩০ হাজার টাকা হাজার টাকা (সরকারি চাকরি ক্ষেত্রে) , বেসরকারি চাকরির ক্ষেত্রে ৪০ হাজার টাকা ও ব্যবসায়িক ক্ষেত্রে ৬০ হাজার টাকার বেশি প্রতিমাসে আয় থাকতে হবে ও প্রমাণপত্র প্রদান করতে হবে।
- আবেদনকারী যদি চাকরিজীবী হয়ে থাকে, সেক্ষেত্রে চাকরির প্রমাণপত্র প্রদান করতে হবে। যেমন: পেস্লিপ, প্রশংসাপত্র।
- আবেদনকারী যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে তাকে অবশ্যই ব্যবসার প্রমাণপত্রসহ ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে।
- সর্বশেষ অর্থবছরে জমা করা ই-রিটার্ন প্রদানের ফটোকপি ও টিন সার্টিফিকেট এর ফটোকপি প্রদান করতে হবে ।
- আবেদনকারী যদি পেশাদার কিংবা বাড়িওয়ালা হয়ে থাকে এক্ষেত্রে চুক্তির প্রমাণপত্র প্রদান করতে হবে।
- আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর ও সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে। তবে কিছু ক্ষেত্রে ৭০ বছর পর্যন্ত হয়ে থাকে তবে সেটি ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অনুমোদিত হতে হবে।
ইসলামী ব্যাংক এই লোন এর এক্ষেত্রে অবশ্যই একজন নমিনি বা গ্রান্টারের প্রয়োজন হয়। অবশ্যই নমিনি বা গ্রান্টারের ঠিক তথ্য ও ছবি এবং জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে। যদি গ্রারান্টারের ভিজিটিং কার্ড থাকে তাহলে অবশ্যই ভিজিটিং কার্ড প্রদান করতে হবে।
আরও পড়ুন >>>>>কার লোন বা লোনে গাড়ি কেনার নিয়ম (আপডেট তথ্য ২০২৫)<<<<
ইসলামী ব্যাংকের কার লোনের সময়কাল
ইসলামী ব্যাংক কার লোন এর মাধ্যমে নতুন গাড়ি বা আইডি কন্ডিশন গাড়ি ক্রয় করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে হয়। তবে নতুন গাড়ির ক্ষেত্রে গ্রাহক সর্বোচ্চ ৫ বছর অর্থাৎ ৬০ মাস সময় পেয়ে থাকেন। অন্যদিকে বা পুরাতন গাড়ির জন্য গ্রাহক সর্বোচ্চ ৪ বছর অর্থাৎ ৪৮ মাস সময় পেয়ে থাকেন। তবে ইসলামী ব্যাংক কার লোন গ্রাহক প্রতি মাসে পরিশোধ করার সুযোগ পেয়ে থাকেন।
ইসলামী ব্যাংক কার লোনের মাধ্যমে গাড়ি ক্রয়
ইসলামী ব্যাংকের এই লোনের মাধ্যমে যে সকল গাড়ি ক্রয় করা যায় এ সকল গাড়ির মধ্যে রয়েছে অটোরিক্সা জিপ,মাইক্রো, ব্রান্ড নিউ প্রাইভেট কার, রিকন্ডিশন বা পুরাতন প্রাইভেট কার।
ইসলামী ব্যাংক থেকে যে ধরনের গ্রাহক কার লোন নিতে পারবেন
ইসলামী ব্যাংক থেকে যে ধরনের গ্রাহকরা এই লোন নিতে পারবেন তাদের মধ্যে রয়েছেনঃ
- আধা সরকারি বা আর সরকারি প্রতিষ্ঠানের স্থায়ী কর্মকর্তা।
- স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিজীবী।
- কর্পোরেশনের চাকরিজীবী।
- ব্যাংকের চাকরিজীবী।
- সরকারি স্কুলের শিক্ষক ও বেসরকারি স্কুলের শিক্ষক।
- কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর।
- ডাক্তার প্রকৌশলী আইনজীবী
- ব্যবসায়ী প্রতিরক্ষা কর্মকর্তা
- স্বনামধন্য কোম্পানি নির্বাহী।
- প্রখ্যাত ব্যক্তিদের সিনিয়র এক্সিকিউটিভ।
- লিমিটেড বা এনজিও বা ইউএন সংস্থার কর্মকর্তা।
- মেট্রোপলিটন এলাকার বাড়ির মালিক।
- আয়কর প্রদানকারী ব্যবসায়ী।
এছাড়া আয়ের নির্ভরযোগ্য উৎস আছেন এমন স্বনিযুক্ত ব্যক্তি ইসলামী ব্যাংক গাড়ি লোন নিতে পারবেন।
ইসলামী ব্যাংক কার লোন সম্পর্কিত প্রশ্নসমূহ
(১) ইসলামী ব্যাংক কার লোন বা গাড়ি বিনিয়োগ স্কিমকে সংক্ষেপে কি বলে?
ইসলামী ব্যাংক গাড়ি বিনিয়োগ স্কিমকে সংক্ষিপ্ত আকারে CIS বলে।
(২) ইসলামী ব্যাংক কার লোন ইন্টারেস্ট রেট কত?
ইসলামী ব্যাংকের কার্লোন ইন্টারেস্ট রেট মাএ ৯ শতাংশ।
ইসলামী ব্যাংকে কার লোনের গ্রাহকের বয়স কত হওয়া প্রয়োজন?
২১ বছর থেকে ৬৫ বছরের মধ্যে যে কোন গ্রাহক ইসলামী ব্যাংকে কার লোনের জন্য আবেদন করতে পারেন।
শেষ কথা
প্রত্যাশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে ইসলামী ব্যাংক কার লোন সম্পর্কিত সকল তথ্য জানাতে পেরেছি। স্বপ্ন পূরণের লক্ষ্যে ইসলামী ব্যাংক আপনাদের পাশে রয়েছে সর্বক্ষণ।