পূবালী ব্যাংক স্টুডেন্ট লোনের মাধ্যমে বর্তমানে দেশের অনেক শিক্ষার্থী তাদের উচ্চশিক্ষা লাভ করছেন ও সম্পন্ন করেছেন দেশে কিংবা বিদেশে। তবে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা পূবালী ব্যাংকের গ্রাহক তবে পূবালী ব্যাংক স্টুডেন্ট লোন সম্পর্কে আমাদের কোন ধারণা নেই। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে “পূবালী ব্যাংক স্টুডেন্ট লোন” সম্পর্কিত সকল তথ্য জানাবো।
পূবালী ব্যাংক স্টুডেন্ট লোন কি
পূবালী ব্যাংকের স্টুডেন্ট লোন হলো একটি বিশেষ লোন যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রদান করা হয়। শিক্ষার্থীদের পিতা-মাতা বা অভিভাবকেরা পূর্বালী ব্যাংক হতে তাদের সন্তানের ভবিষ্যৎ জীবন সুন্দর করে গড়ে তোলার জন্য নিতে পারেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য সর্বাধিক ২৫ লক্ষ টাকা পূবালী ব্যাংক লোন সুবিধা প্রদান করে।
পূবালী ব্যাংক স্টুডেন্ট লোনের বৈশিষ্ট্য
প্রতিটি ব্যাংকের লোনের বেশ কিছু বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। তেমনি পূবালী ব্যাংকের স্টুডেন্ট লোন এর ব্যতিক্রম নয়। নিন্মে পূবালী ব্যাংক স্টুডেন্ট লোনের বৈশিষ্ট্য নিন্মে উপস্থাপন করা হয়েছে:
- উচ্চ শিক্ষার খরচ মেটানোর জন্য অবশ্যই লোনের অর্থ ব্যয় করতে হবে। এক্ষেত্রে যেসকল ফি অন্তভূক্ত হবে।যেমন : কলেজ/বিশ্ববিদ্যালয় এর ফি,বোর্ডিং এর থাকার খরচ,বই ও শিক্ষার উপকরণ ইত্যাদি।
- লোনের কোন লুকানো চার্জ নেই।
- কমপক্ষে ১ বছর থেকে সর্বাধিক ৫ বছরের মধ্যে লোন পরিশোধ করার সুবিধা।
- শিক্ষার মোট ৮০% অর্থ গ্রাহক লোন হিসেবে নিতে পারবেন যা সর্বাধিক ২৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
- সহজ শর্তাবলি অনুসরণ করতে হয়।
আরো জানুন >>>>>> স্টুডেন্ট লোন ইসলামী ব্যাংক <<<<<<<<
পূবালী ব্যাংক স্টুডেন্ট লোনের যোগ্যতা
পূবালী ব্যাংক থেকে স্টুডেন্ট লোন পেতে হলে অবশ্যই উক্ত শিক্ষার্থীর ও শিক্ষার্থীর অভিভাবকদের বেশকিছু যোগ্যতা থাকা অত্যন্ত আবশ্যক। পূবালী ব্যাংক থেকে স্টুডেন্ট লোনের জন্য যে সকল যোগ্যতা থাকা আবশ্যক তা নিম্নে উপস্থাপন করা হয়েছে:
- অবশ্যই শিক্ষার্থীর শিক্ষার ব্যয়ভার বহন করতে হবে শিক্ষার্থীর পিতা-মাতা বা পরিবারের অভিভাবককে।
- স্টুডেন্ট লোনের জন্য যে অভিভাবক বা পিতা-মাতা আবেদন করবেন তাদের অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী।
- অবশ্যই পিতা-মাতা বা অভিভাবকের নির্ভরযোগ্য আয়ের উৎস থাকতে হবে ও প্রতি মাসে ন্যূনতম আয় থাকতে হবে এবং মাসিক ঋণ পরিশোধ করার যোগ্যতা থাকতে হবে।
- পূবালী ব্যাংকের স্টুডেন্ট লোনের মাসিক কিস্তির ৩ গুণ অর্থ অবশ্যই আবেদনকারী এ গ্রাহকের মাসিক আয় হতে হবে।
- যদি ৫ লক্ষ টাকার অধিক ঋণের পরিমাণ হয় সে ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই করদাতা হতে হবে।
- ঋণ পরিশোধ করার সময় অনুযায়ী অবশ্যই আবেদনকারীর বয়স ৬৫ বছর এর বেশি হওয়া যাবে না। অর্থাৎ আবেদনকারীর বয়স যদি ৬০ বছর হয়ে থাকে সেক্ষেত্রে তিনি যদি ৫ বছরের মধ্যে লোন পরিশোধ করেন, সেক্ষেত্রে লোন পাওয়ার জন্য উপযুক্ত হবেন। তবে আবেদনকারীর বয়স যদি ৬১ বছর হয় সেক্ষেত্রে তিনি ৫ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে চাইলে এক্ষেত্রে তিনি পূর্বালী ব্যাংকের স্টুডেন্ট লোনের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হবেন না।
আরো জানুন >>>>>> ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট লোন (আপডেট তথ্য) <<<<<<<<
পূবালী ব্যাংকের স্টুডেন্ট লোনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
প্রতিটি ব্যাংক আর লোন প্রদান করার সময় গ্রাহকের আবেদনের সত্যতা ও তার যোগ্যতা বিবেচনা করার জন্য বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করে থাকেন। তবে পূবালী ব্যাংকে স্টুডেন্ট লোনের জন্য যে সকল নথিপত্র প্রয়োজন হবে এ সকল নথিপত্রের মধ্যে রয়েছে:
- শিক্ষার্থীর, আবেদনকারীর ও জামিনদারের জাতীয় পরিচয়পত্র ের ফটোকপি। যদি শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করার জন্য নিতে চান সে ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর পাসপোর্ট এর ফটোকপি প্রদান করতে হবে।
- শিক্ষার্থীর,আবেদনকারীর ও জামিনদারের সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবির ২ কপি প্রদান করতে হবে। অবশ্যই ছবিটির ল্যাব প্রিন্ট হতে হবে।
- আবেদনকারী যদি বেতন অর্থাৎ চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রের উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে বেতন সার্টিফিকেট সংগ্রহ করে ব্যাংকের জমা দিতে হবে।
- আবেদনকারী যদি ব্যবসায়ী বিভাগে থাকেন সেক্ষেত্রে বৈধ ট্রেড লাইসেন্স এর ফটোকপি, আয় এর বিবরণী, আর্থিক প্রতিবেদন সহ ফার্ম বা কোম্পানির অন্যান্য কাগজপত্র প্রদান করতে হবে।
- শিক্ষার্থী যদি দেশে শিক্ষা অর্জন করতে চায় সেক্ষেত্রে অবশ্যই বিশ্ববিদ্যালয় ভর্তির প্রমাণপত্র প্রদান করতে হবে তবে শিক্ষার্থী যদি বিদেশী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্জন করতে চায় সেক্ষেত্রে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটারটি অর্থাৎ ভর্তির প্রমাণপত্র প্রদান করতে হবে।
- ন্যূনতম ৬ মাসের হতে সর্বাধিক ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ ব্যাংক লেনদেনের হিসাব প্রদান করতে হবে।
- শিক্ষার্থী জেএফ শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত হয়েছেন অর্থাৎ উচ্চশিক্ষা লাভের জন্য উপযুক্ত হয়েছেন উক্ত প্রতিষ্ঠানের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।
- শিক্ষার্থীর পরিকল্পনাকৃত মোট অধ্যয়ন এর খরচ যেমন টিউশন ফি, শিক্ষার উপকরণ ও জীবনযাত্রার ব্যয় সম্পর্কিত সকল তথ্য প্রদান করতে হবে।
- প্রয়োজনীয় শিক্ষার প্রশংসাপত্র এবং এর ফটোকপি, যদি থাকে, IELTS ও TOEFL সহ প্রদান করতে হবে।
- অবশ্যই ব্যক্তিগত গ্যারান্টি প্রমাণপত্র প্রদান করতে হবে।
- চেকের একটি স্বাক্ষরকৃত পাতা প্রয়োজন হবে।
এছাড়া আর কোন কাগজপত্র প্রয়োজন হলে অবশ্যই পূবালী ব্যাংকের দায়িত্ব কর্মকর্তা আপনাকে এ বিষয়ে অবগত করবেন।
পূবালী ব্যাংক স্টুডেন্ট লোন নেওয়ার পদ্ধতি
পূবালী ব্যাংক হতে স্টুডেন্ট লোন খুব সহজেই নেওয়া যায়। এক্ষেত্রে আপনার নিকটস্থ রূপালী ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে বা আপনার স্থানীয় পূবালী ব্যাংকের শাখায় কর্মকর্তার নিকট আপনার চাহিদা অনুযায়ী পূবালী ব্যাংক স্টুডেন্ট লোন সম্পর্কিত সকল তথ্য ও নথিপত্র সম্পর্কে পূবালী ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তাকে অবহিত করুন ও নথিপত্র প্রদান করুন। পূবালী ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তা কিছুদিন সময় নিয়ে আপনার লোনটি পর্যালোচনা করে লোনটি অনুমোদন করবেন।
পূবালী ব্যাংকের লোন সুবিধা স্টুডেন্ট লোন
পূবালী ব্যাংকের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য তাদের পাশে রয়েছে সর্বদা। শিক্ষার্থী যদি মেধাবী ও উচ্চ শিক্ষার জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হন; সে ক্ষেত্রে মাসিকভাবে যদি অভিভাবক ঋণ পরিশোধ করার অধিকারী হন এক্ষেত্রে এককালীনভাবে কিংবা প্রয়োজন অনুযায়ী পূবালী ব্যাংক থেকে স্টুডেন্ট লোন গ্রহণ করতে পারবেন শিক্ষার্থীর প্রয়োজন অনুসারে। ফলে শিক্ষার্থীর বাড়তি ব্যয় হওয়ার কোন সম্ভাবনা নেই। যদি এক কথায় বলা হয়, পূবালী ব্যাংক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য তাদের পাশে রয়েছে সর্বদা।
পূবালী ব্যাংক স্টুডেন্ট লোন সুদের হার
পূবালী ব্যাংকের স্টুডেন্ট লোনের সুদের হার সাধারণত ৮.৫% থেকে ১৩% এর মধ্যে হয়ে থাকে। তবে বর্তমানে পূবালী ব্যাংকের স্টুডেন্ট লোনের সুদের হার কত তা জানতে অবশ্যই আপনাকে পূবালী ব্যাংকের যেকোনো শাখায় যোগাযোগ করতে হবে।
পূবালী ব্যাংক সম্পর্কিত বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলি
পূবালী ব্যাংক স্টুডেন্ট লোন সম্পর্কিত বেশ কিছু জিজ্ঞাসা বরাবরই গ্রাহকের থেকে থাকে এসব জিজ্ঞাসার মধ্যে রয়েছে।
পূবালী ব্যাংক থেকে সর্বোচ্চ কত টাকা স্টুডেন্ট লোন নেওয়া যায়?
পূবালী ব্যাংক থেকে সর্বাধিক ২৫ লক্ষ টাকা স্টুডেন্ট লোন নেওয়া যায়।
রূপালী ব্যাংক স্টুডেন্ট লোন পরিশোধ করার সময় কত?
পূবালী ব্যাংকের স্টুডেন্ট লোন পরিশোধ করার জন্য গ্রাহক সর্বনিম্ন এক বছর থেকে সর্বাধিক ৫ বছর সময় পেয়ে থাকেন।
পূবালী ব্যাংকের স্টুডেন্ট লোনের প্রগ্রেসিং ফি কত?
পূবালী ব্যাংকের স্টুডেন্ট লোনের প্রগ্রেসিং ফি ০.৫০% টাকা।
প্রতিমাসে কি স্টুডেন্ট লোনের অর্ধ পরিশোধ করা যায়?
হ্যাঁ, প্রতিমাস আবেদনকারী গ্রাহক তার স্টুডেন্ট লোনের অর্ধ পরিশোধ করতে পারবেন।
পূবালী ব্যাংকের যোগাযোগের তথ্য
বাংলাদেশের ৬৪ জেলার প্রতিটি জেলায় পূবালী ব্যাংকের শাখা রয়েছে। এছাড়া কিছু কিছু স্থানে পূবালী ব্যাংকের শাখা উপশাখা রয়েছে। পূবালী ব্যাংকের লোন সম্পর্কিত তথ্য জানতে প্রবালি ব্যাংকের যেকোন ও শাখায় যোগাযোগ করতে পারেন অথবা পূবালী ব্যাংকের কাস্টমার সার্ভিস নাম্বার +8809666821816 যোগাযোগ করুন বা cls@pubalibankbd.com এ ই-মেইল করুন।
আরো জানুন >>>>>> গ্রামীণ ব্যাংক স্টুডেন্ট লোন (আপডেট তথ্য)<<<<<<<<
সারকথা
শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রতি গ্রাহকের অবশ্যই সচেষ্ট থাকা প্রয়োজন এক্ষেত্রে শিক্ষার্থী যদি এই শিক্ষা অর্জনের জন্য বিদেশে পড়াশোনা করতে চায় এক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করতে পূবালী ব্যাংকের গ্রাহকের পাশে সর্বদা রয়েছে পূবালী ব্যাংক। প্রত্যাশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে পূবালী ব্যাংক স্টুডেন্ট লোন সম্পর্কিত সকল তথ্য জানাতে পেরেছি।
Ami China te BSC in Mechanical Engineering e porasuna kortesi.amar full free scholarship but foodcost and others cost er jonno li students lon pete pari?
প্রয়জনীয় তথ্য সহ ব্যাংকে যোগাযোগ করুন